প্রশান্ত কিশোর বহিরাগত, 'দাদার অনুগামী'-দের পোস্টার ঘিরে চাপানউতোর শুরু নৈহাটিতে

এ ব্যাপারে নৈহাটির বিজেপি কাউন্সিলর ও দলের সাংগঠনিক নেতা গণেশ দাস বলেন, ওই কাজের সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়

Updated By: Nov 25, 2020, 05:49 PM IST
প্রশান্ত কিশোর বহিরাগত, 'দাদার অনুগামী'-দের পোস্টার ঘিরে চাপানউতোর শুরু নৈহাটিতে

নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের মন কষাকষি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সমস্যা মেটাতে দুবার শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছেন সাংসদ সৌগত রায়। তার পরেও সমস্যা মেটেনি। রাজ্যে বিভিন্ন জায়গায় শুভেন্দুর সমর্থনে পোস্টার দিচ্ছেন 'দাদার অনুগামীরা'। এরকম একটি পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হল নৌহাটিতে।

আরও পড়ুন-২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমছে ৩০-৩৫ শতাংশ, ঘোষণা পার্থর

নৈহাটির রেল স্টেশন রোড, জর্জ রোড-সহ বহু জায়গায় একটি পোস্টার লক্ষ্য করা গিয়েছে যেখানে লেখা,'প্রশান্ত কিশোর বহিরাগত'। নিচে লেখা আমরা দাদার অনুগামী। কারা দিয়েছে এমন পোস্টার! এনিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে।

তৃণমূলের নৈহাটির টাউন প্রেসিডেন্ট অশোক চট্টোপাধ্যায় এনিয়ে বলেন, প্রশান্ত কিশোর বহুদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ করছেন। ওই পোস্টার বিজেপিই দিয়েছে। আর শুভেন্দু দলেই রয়েছেন। দলেই থাকবেন।

আরও পড়ুন-গোটা বাংলায় আমিই পর্যবেক্ষক: মমতা 

অন্যদিকে, এ ব্যাপারে নৈহাটির বিজেপি কাউন্সিলর ও দলের সাংগঠনিক নেতা গণেশ দাস বলেন, ওই কাজের সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। কোনও স্বেচ্ছাসেবী সংস্থা ওই পোস্টার লাগিয়েছে।

.