দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বার মৃত্যু

দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বার মৃত্যু । বুদবুদের সুকান্তনগরের বাসিন্দা সরিতা দে বুধবার থেকে জ্বরে ভুগছিলেন। বর্ধমানের শিশুমঙ্গল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সরিতার রক্ত পরীক্ষায় ডেঙ্গির জীবাণুর সন্ধান মেলে। বৃহস্পতিবার তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মাল্টি অর্গান ফেলিওর হয়ে সেখানেই সরিতার মৃত্যু হয়। ডেঙ্গিতে মৃত্যুর খবর পেয়ে, ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সুকান্তনগরে সরিতাদেবীর বাড়ির চারপাশ ঘুরে দেখেন। বর্ষা এখনও আসেনি। তার আগেই ডেঙ্গিতে মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বুদবুদে।

Updated By: Jun 18, 2017, 09:08 PM IST
দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বার মৃত্যু

ওয়েব ডেস্ক: দুর্গাপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বার মৃত্যু । বুদবুদের সুকান্তনগরের বাসিন্দা সরিতা দে বুধবার থেকে জ্বরে ভুগছিলেন। বর্ধমানের শিশুমঙ্গল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সরিতার রক্ত পরীক্ষায় ডেঙ্গির জীবাণুর সন্ধান মেলে। বৃহস্পতিবার তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মাল্টি অর্গান ফেলিওর হয়ে সেখানেই সরিতার মৃত্যু হয়। ডেঙ্গিতে মৃত্যুর খবর পেয়ে, ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সুকান্তনগরে সরিতাদেবীর বাড়ির চারপাশ ঘুরে দেখেন। বর্ষা এখনও আসেনি। তার আগেই ডেঙ্গিতে মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বুদবুদে।

রাষ্ট্রসংঘের ডাকে নেদারল্যান্ডস যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

.