বৃদ্ধা ভাড়াটেকে উচ্ছেদ করতে বাড়ির সিঁড়ি ভাঙার অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক : বৃদ্ধা ভাড়াটেকে উচ্ছেদ করতে বাড়ির সিঁড়িই ভেঙে দেওয়ার অভিযোগ। শ্রীরামপুরের এই ঘটনায়, প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিসের দ্বারস্থ বৃদ্ধা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রোমোটার।
শ্রীরামপুর বটতলার কাছে পুরনো বাড়িটি এখন প্রোমোটারের টার্গেট। বহু বছর ধরে ভাড়া থাকেন মীনাক্ষি গোস্বামী। বিয়ের পর এই বাড়িতেই এসেছিলেন। বয়স এখন সত্তর পেরিয়েছে। একাই থাকেন। ছেলে বাইরে। বাড়ির বাকি ভাড়াটেরা ছেড়ে চলে গেলেও, তিনি যাননি। ভগ্নপ্রায় দশা বাড়িটির। তবু ভিটেত্যাগ করেননি। কিন্তু অভিযোগ, সেই কাজটাই এখন তাঁকে করতে বাধ্য করা হচ্ছে।
বৃদ্ধার দাবি, তাঁকে উচ্ছেদ করতেই দোতলায় ওঠার সিঁড়ির রেলিং ভেঙে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কেউ বা কারা সিঁড়ি ভেঙে দিয়ে যায়। প্রবীর ঘোষ নামে যে প্রোমোটার বাড়িটি সম্প্রতি কিনেছেন, তিনিই এসবের পিছনে বলে দাবি বৃদ্ধার। যদিও বৃদ্ধার অভিযোগ উড়িয়ে দেন অভিযুক্ত।
গোটা ঘটনায় আতঙ্কিত বৃদ্ধা। ইতিমধ্যে তিনি প্রোমোটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করিয়েছেন থানায়। আবারও কিছু হওয়ার আগে পুলিস ব্যবস্থা নিক, দাবি বৃদ্ধার।
আরও পড়ুন, পানীয় জলে আর্সেনিক ও লেডের বিষক্রিয়া থেকে স্নায়ুরোগের শিকার শিউলির বাসিন্দারা