Udayan Guha: বাম আমলে কীভাবে কোটায় নিয়োগ হতো, ফাঁস করলেন উদয়ন গুহ

উদয়ন গুহ বলেন, বাম আমলে দলের কোটায় চাকরি হতো। যোগ্যতা না দেখেই চাকরি দেওয়া হতো। শরিক দলের সুপারিশেও চাকরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উদয়ন

Updated By: Mar 25, 2023, 03:59 PM IST
Udayan Guha: বাম আমলে কীভাবে কোটায় নিয়োগ হতো, ফাঁস করলেন উদয়ন গুহ

দেবজ্যোতি কাহালি: নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার সরকার। পার্থ চট্টোপাধ্যায় জেলে, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের মতো নেতাকেও আটক করছে ইডি। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের হাতে এখন অস্ত্র বাম আমলে নেতাদের সুপারিশে চাকরি অভিযোগ। সেকথাই বললেন উত্তরবঙ্গ  উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

আরও পড়ুন-'আদানির সংস্থায় ২০ হাজার কোটি টাকা কার বিনিয়োগ?', রাহুলের নিশানায় মোদী 

উদয়ন গুহ বলেন, বাম আমলে দলের কোটায় চাকরি হতো। যোগ্যতা না দেখেই চাকরি দেওয়া হতো। শরিক দলের সুপারিশেও চাকরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উদয়ন। 

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, বাম আমলে আমি ফরওয়ার্ড ব্লক করতাম। বলতে বাধা নেই। চাকরি ভাগ হতো। বড় অংশ পেত সিপিএম। কারণ তারা বড় পার্টি। জেলার দ্বিতীয় বৃহত্তম পার্টি হিসেবে পরের অংশ পেত ফরওয়ার্ড ব্লক। বাকী সামান্য অংশ আরএসপি, সিপিআইয়ের জন্য ভাগ হতো। সেই কোটা অনুযায়ী যাদের নাম থাকতো তারাই চাকরি পেতেন। শুধু দেখা হত মাধ্য়মিক পাস কিনা। কীভাবে পাস করছে তা দেখার দরকার নেই। একটা সার্টিফিকেট হলেই হবে।  অর্থাত্ কোটায় চাকরি। সেটা কি যোগ্যতা! শুধুমাত্র একটা কোটা পেলেই হতো।

উদয়নের ওই মন্তব্য নিয়ে সিপিএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, উনি তো তৃণমূল নেতা। একসময় পরওয়ার্ড ব্লক করতেন। দুর্নীতি করলে কীভাবে দলে থাকতে পারবেন। আমরা বক্তব্য, চিরকুট দিয়ে কার চাকরি তিনি করিয়ে দিয়েছেন তাদের নামধান তিনি দিয়ে দিন। আমি মুখ্যমন্ত্রীকে বলবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আজই উদয়নবাবু নামগুলো দিয়েছিন। কালই মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, এদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.