গভীর নিম্নচাপে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

আগামী ২৪ ঘণ্টার দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।

Updated By: Aug 6, 2019, 04:44 PM IST
গভীর নিম্নচাপে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

নিজস্ব প্রতিবেদন: নিম্নচাপের জের। আগামী ২৪ ঘণ্টার দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। পূ্র্বাভাস আবহাওয়া দফতরের।

 

বঙ্গোপসাগরের অবস্থানকারী গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

তৃতীয় শ্রেণির ছাত্রমৃত্যু ঘিরে উত্তাল হাওড়ার আন্দুল রোডের স্কুল

দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উপকূলের জেলাগুলাগুলি বাদ দিয়েও বেশ কয়েকটি জায়গায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবে। এর প্রভাব সবথেকে বেশি বোঝা যাবে আগামিকাল। কলকাতাতেও ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আদামী ৮ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।   

.