রাম নবমীতে 'লাঠিয়াল' দিলীপ ঘোষ!

লাঠি খেলা দেখালেন দিলীপ ঘোষ। ভাইরাল ভিডিও।   

Updated By: Mar 25, 2018, 05:08 PM IST
রাম নবমীতে 'লাঠিয়াল' দিলীপ ঘোষ!

নিজস্ব প্রতিবেদন: দুহাতে লাঠি চালাচ্ছেন পেশাদার লাঠিয়ালের মতো। আর কেউ নন, তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের লাঠিচালনার ভিডিও এখন ভাইরাল ফেসবুক-টুইটারে। সোশ্যাল মাধ্যমে দিলীপের এই 'লাঠিখেলা'র ভিডিও শেয়ারও হচ্ছে রমরমিয়ে। 

রাম নবমী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই অস্ত্র হাতে মিছিলের চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন তিনি। তবে তার আগেই ভাইরাল দিলীপ ঘোষের লাঠিচালনার ভিডিও।খড়্গপুরের মালঞ্চে লাঠি খেলা দেখান বিজেপির রাজ্য সভাপতি। 

বিজেপিতে আসার আগে আরএসএসের প্রচারক ছিলেন দিলীপ ঘোষ। ভারতের এই প্রাচীন খেলার প্রশিক্ষণ দেওয়া হয় সঙ্ঘের আখড়ায়। সম্ভবত সেখান থেকেই লাঠিচালনার বিদ্যা আয়ত্ত করেছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন- "রাম নিয়েই রাজনীতি করব, ক্ষমতা থাকলে আটকাক," তলোয়ার হাতে আস্ফালন দিলীপের

.