Ration Dealers Strike: নতুন বছরেই লাগাতার ধর্মঘটে রেশন ডিলাররা! রাজ্যে বিপদে সাড়ে তিন কোটি মানুষ

ইপস মেশিনের স্টক নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। মাসের শুরুতে বরাদ্দ তালিকা ইপস পদ্ধতিতে তালিকা আকারে প্রকাশিত হচ্ছে। শেষ পর্যন্ত তা ডিলারের কাছে পৌঁছতেই পারছে না। এতে ডিলার সম্পর্কে গ্রাহকের মনে সন্দেহ দানা বাঁধছে।

Updated By: Dec 26, 2023, 04:00 PM IST
Ration Dealers Strike: নতুন বছরেই লাগাতার ধর্মঘটে রেশন ডিলাররা! রাজ্যে বিপদে সাড়ে তিন কোটি মানুষ
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল:  একাধিক দাবিতে নতুন বছরের প্রথম দিন থেকে লাগাতার রেশন ধর্মঘটে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার অ্যাসোসিয়েশন। ভোগান্তির মুখে পড়তে পারেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন উপভোক্তা। করোনার সময় থেকে দেশের রেশন ডিলাররা কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। রেশনে ১ কুইন্টাল চাল বা গম গ্রাহকদের হাতে তুলে দিয়ে তারা এখন ৯৫ টাকা কমিশন পান। বিভিন্ন কমিটির সুপারিশে যা ৪৫৭ টাকা করার কথা বলা আছে।

আরও পড়ুন, Bengal News LIVE Update: ১৫ জনের নির্বাচনী কমিটি বেছে নিলেন অমিত শাহ

তবে কোনও সুপারিশ কার্যকর করেনি কেন্দ্র। ইপস মেশিনের স্টক নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। মাসের শুরুতে বরাদ্দ তালিকা ইপস পদ্ধতিতে তালিকা আকারে প্রকাশিত হচ্ছে। শেষ পর্যন্ত তা ডিলারের কাছে পৌঁছতেই পারছে না। এতে ডিলার সম্পর্কে গ্রাহকের মনে সন্দেহ দানা বাঁধছে। রাজ্যে রেশন দুর্নীতির পরেও ডিলাররা তাদের উদ্যোগে স্বচ্ছ রেশন ব্যাবস্থা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু কেন্দ্র বা রাজ্য উভয় তরফেই চূড়ান্ত অসহযোগিতা চলছে। 

নিজের গ্যাঁট থেকে খরচ করে এভাবে মাসের পর মাস আর রেশন ডিলারদের পক্ষে গণবন্টন ব্যাবস্থা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। ২৯ ডিসেম্বর কলকাতায় খাদ্য ভবন অভিযানে রেশন ডিলাররা। জানুয়ারিতে সংসদ ভবন অভিযান। ১ লা জানয়ারি থেকে দেশ জুড়ে লাগাতার রেশন ধর্মঘট। এই ধর্মঘটে সামিল হচ্ছেন দেশের ৫ লাখ ৩৮ হাজার রেশন ডিলার। যার মধ্যে আছেন এই রাজ্যের ২০ হাজার ২৭১ জন ডিলার। 

এর ফলে নতুন বছরের শুরু থেকেই অসুবিধায় পড়তে পারেন দেশের ৮০ কোটি ৩৫ লাখ রেশন উপভোক্তা। যার মধ্যে আছেন পশ্চিমবঙ্গের রাজ্যে ৮ কোটি ৮০ লাখ গ্রাহক। 

আরও পড়ুন, Durgapur: মিষ্টির বন্ধ গোডাউনে মৃত ২! পরিদর্শনে প্রাশসন মন্ডলী, সবরকম সাহায্যের আশ্বাস

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.