বিজেপি কর্মীদের বাড়িতে যাতায়াত, তাই মিলছে না ত্রাণ, অভিযোগ উঠল বুলবুল ক্ষতিগ্রস্ত ক্যানিংয়ে

গ্রামবাসীরা বললেন মুখ্যমন্ত্রীর ভাল উদ্যোগ, স্থানীয় তৃণমূল নেতাদের দাপটে শুধুমাত্র প্রতিশ্রুতিতেই থেকে যাচ্ছে। ঝড়ে জলে এতদিন যেটা আশ্রয়স্থল ছিল সেই বাড়িটার চাল উড়ে গেছে

Updated By: Nov 23, 2019, 06:23 AM IST
বিজেপি কর্মীদের বাড়িতে যাতায়াত, তাই মিলছে না ত্রাণ, অভিযোগ উঠল বুলবুল ক্ষতিগ্রস্ত ক্যানিংয়ে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ত্রাণ নিয়ে রাজনীতি না করার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। কিন্তু সেই নির্দেশ মান্য হয়নি। অভিযোগ উঠল ক্যানিংয়ের ইটখোলা এলাকায়।

গ্রামবাসীরা বললেন মুখ্যমন্ত্রীর ভাল উদ্যোগ, স্থানীয় তৃণমূল নেতাদের দাপটে শুধুমাত্র প্রতিশ্রুতিতেই থেকে যাচ্ছে। ঝড়ে জলে এতদিন যেটা আশ্রয়স্থল ছিল সেই বাড়িটার চাল উড়ে গেছে। বুলবুলে ক্ষতবিক্ষত সুন্দরবনের বহু গ্রাম। মুখ্যমন্ত্রী নিজে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন। রাজনীতির  রং না দেখে   ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কড়া নির্দেশ তাঁর। অথচ সেখানেও উল্টো চিত্র।  সেই  অভিযোগ উঠছে ক্যানিং থানার ইটখোলা অঞ্চলে গরখালি গ্রামে।

আরও পড়ুন- সল্টলেকে ফের প্রতারণা চক্রের হদিশ, লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেফতার ২

অভিযোগ করছেন তৃণমূল সমর্থকরাও। বলছেন, পাড়ায় বিজেপি কর্মীদের বাড়িতে যাতায়াতের জন্য তাঁদেরও মেলেনি ত্রাণ। তবে এসব  অভিযোগ মানতে নারাজ ইটখোলার অঞ্চল প্রধান। তাঁর বক্তব্য, ত্রাণ যাদের প্রয়োজন তাদের সবাইকে দেওয়া হয়েছে। অপবাদ দিচ্ছেন গ্রামবাসীদের কেউ কেউ। 

.