বীরভূমে বালি মাফিয়া রাজে অতিষ্ঠ হয়ে পথে নামলেন গ্রামবাসীরা

Updated By: Sep 13, 2017, 07:48 PM IST

ওয়েব ডেস্ক : বীরভূমে বালি মাফিয়া রাজে অতিষ্ঠ হয়ে পথে নামলেন গ্রামবাসীরাই। অবৈধভাবে বালি তোলা বন্ধ না হওয়া পর্যন্ত রাস্তায় গাড়ি চলতে দেবেন না তাঁরা। সাফ জানিয়ে দিলেন গ্রামবাসীর। পাড়ুইয়ের মনোহরপুরের ঘটনা।

বীরভূমের মনোহরপুরে ময়ূরাক্ষীর তীরে বালি খাদান। কোটি কোটি টাকার ব্যবসা। সেই টানেই বালি মাফিয়াদের আনাগোনা। মনোপুরের বালিঘাট থেকে প্রতিদিনই একটু একটু করে কেটে নেওয়া হচ্ছে বালি। ট্রাক্টর বোঝাই বালি নির্বিঘ্নে পাচার হয়ে যাচ্ছে গ্রামের রাস্তা ধরে। গ্রামের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বালি বোঝাই গাড়ি। ভাঙছে রাস্তা। স্কুলে যেতেও ভয় পাচ্ছে পড়ুয়ারা। পড়াশোনা কার্যত লাটে।

অবশেষে অবৈধ বালিখাদান বন্ধের দাবিতে বুধবার পথে নামলেন গ্রামের মানুষ। বন্ধ করে দেওয়া হল বালিঘাট। তাঁদের সাফ কথা, গ্রামের রাস্তা দিয়ে বালি বোঝাই গাড়ি চলতে দেবেন না তাঁরা। আরও দাবি, অবৈধভাবে বালিতোলা বন্ধ না হলে, রাস্তা বন্ধই থাকবে।

আরও পড়ুন, আইও-কে সরাতে নিজেই নিজেকে 'অশালীন মেসেজ' পাঠাত এমএ-র ছাত্রী

.