‘ ন্যাজাটকাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান বাংলাদেশ সম্ভবত পালিয়ে গিয়েছে’, সাংবাদিক বৈঠকে দাবি মুকুলের

শেখ শাহজাহান অকপটে জানিয়েছেন, ‘ সন্দেশখালিতে দাঁত ফোটাতে পারবে না বিজেপি। যা হচ্ছে তা মুকুল রায়ের প্ল্যান।’

Updated By: Jun 10, 2019, 06:27 PM IST
‘ ন্যাজাটকাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান বাংলাদেশ সম্ভবত পালিয়ে গিয়েছে’, সাংবাদিক বৈঠকে দাবি মুকুলের

নিজস্ব প্রতিবেদন:  ন্যাজাটকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূলনেতা শেখ শাহজাহান সম্ভবত  বাংলাদেশে পালিয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সদর দফতরে বসে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

 

তিনি বলেন, ‘‘সম্ভবত শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে গিয়েছে।  কলকাতায় লুকিয়ে নেই ওঁ।  আজকেই শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তার আগেই ওঁকে পার করে দেওয়া হয়েছে।’’

যদিও তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা তাপস রায়। তিনি বলেন, ‘‘শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ বিজেপি করেছে। প্রশাসন যদি দোষ খুঁজে পায় ব‍্যবস্থা নেবে।  দল ব‍্যবস্থা নেবে  কিনা  এমন কোনও কথা শুনিনি।’’ শাহজাহান সম্পর্কে মুকুল রায়ের  বক্তব্য প্রসঙ্গে তিনি পাল্টা বলেন, ‘‘ মুকুলের কথা তো আর বেদবাক‍্য নয়।’’

পুলিস যখন তার কথা শোনে না, মমতার অবিলম্বে পদত্যাগ করা উচিত, বললেন মুকুল

যদিও জি ২৪ঘণ্টার প্রতিনিধিকে ফোনে শেখ শাহজাহান অকপটে জানিয়েছেন, ‘ সন্দেশখালিতে দাঁত ফোটাতে পারবে না বিজেপি। যা হচ্ছে তা মুকুল রায়ের প্ল্যান।’

ন্যাজটকাণ্ডে ইতিমধ্যেই তিনটি মামলা রুজু হয়েছে। তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান ও তৃণমূলনেতা বাবু মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। খুনের অভিযোগ দায়ের করেছেন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী।

শেখ শাহজাহানের দাবি, ‘‘সন্দেশখালিতে বিজেপি   দাঁত ফোটাতে পারবে না। তাই আমার আর বাবু মাস্টারের বিরুদ্ধে  FIR করা হয়েছে। এটা মুকুল  রায়ের  প্ল্যান।’’ তিনি আরও বলেন, ‘‘মানুষ  পালাচ্ছে  না, গ্রামে সবাই একসঙ্গেই রয়েছে।’’

 

.