জেল থেকে বেরনোর পর গাড়ি দুর্ঘটনায় মারা যাবেন উত্তরপ্রদেশের মত : সায়ন্তন
জেলা প্রশাসনের আধিকারিকদেরও দেখে নেওয়ার হুমকি।
নিজস্ব প্রতিবেদন : ফের বেলাগাম সায়ন্তন বসু। প্রকাশ্যে খুনের 'হুমকি-হুঁশিয়ারি' দিলেন বিজেপি নেতা। উত্তরপ্রদেশের মত গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হবে! এমনটাই বললেন সায়ন্তন বসু।
এদিন পতিরামে দিলীপ ঘোষের সভা থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর স্পষ্ট হুঁশিয়ারি, "বিজেপি কর্মীদের উপর যাঁরা আক্রমণ করছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না। প্রাথমিকভাবে পুলিস ধরবে, তারপর জেল হবে। আর জেল থেকে বেরনোর পর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবেন তাঁরা। যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে, একই ঘটনা বাংলাতেও ঘটবে।"
শওকত মোল্লা ও বীরভূমের এক তৃণমূল নেতার নাম না করে তিনি সরাসরি এই হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ, আজকের এই সভা থেকে সায়ন্তন বসু দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকদের তিন মাসের মধ্যে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন। সায়ন্তন বসু দাবি করেন, জেলা প্রশাসনের আধিকারিকরা সাংসদ সহ বিজেপির নেতৃত্বকে মূল্য দিচ্ছেন না।
(এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।)
আরও পড়ুন, অনুব্রতর গড়ে তৃণমূলে ভাঙনের ইঙ্গিত! পদত্যাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের