ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন শালিমারের তৃণমূল নেতা

এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

Updated By: Dec 30, 2020, 05:05 PM IST
ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন শালিমারের তৃণমূল নেতা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন করা হয়েছে ধর্মেন্দ্র সিংকে। শালিমার শুট আউট কাণ্ডের তদন্তে নেমে প্রাথমিকভাবে জানাল পুলিস। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের পরই অভিযুক্ত চন্দন চৌধুরী ও ভিকি সিং ঝাড়খন্ড পালিয়ে যাচ্ছিল গাড়িতে।বর্ধমানের মেমারি থেকে তাদের গতরাতেই গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজেই ক্লু, শালিমারে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৩

 অন্য অভিযুক্ত দেবেন্দ্র মিশ্রকে হাওড়ার বি গার্ডেন এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে,গতকাল বিকেলে শালিমার থেকে বাইকে ফিরছিলেন ধর্মেন্দ্র সিং। বাইকটি চালাচ্ছিল সমর মাঝি। শালিমার তিন নম্বর গেটের কাছে তিন দুষ্কৃতি বাইকে চেপে এসে ছ- রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ধর্মেন্দ্র সিংয়ের। হাতে গুলি লাগে সমরের। 

ধর্মেন্দ্র সিংয়ের ঘনিষ্ঠ এক প্রোমোটারের দাবি, এলাকায় বড় বড় হাউজিং প্রজেক্টে ইমারতি দ্রব্য সরবরাহ করত সবাই। প্রথমে একসঙ্গে কাজ শুরু করলেও, পরে ধর্মেন্দ্র একাই কাজ করছিল। তার থেকেই বিবাদ শুরু। খুনের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ মেলেনি বলেই দাবি পুলিসের। তবে তদন্ত চলছে। খতিয়ে দেখা হচ্ছে সবদিক। 

.