অফিস টাইমে সিগনাল বিভ্রাট পূর্ব রেলের হাওড়া শাখায়
ওয়েব ডেস্ক : বিকল হয়ে গেল সিগনাল সিস্টেম। অফিস টাইমে বিপর্যস্ত পূর্ব রেলের হাওড়া শাখা। প্রায় ঘণ্টা দুয়েক সিগনাল বিকল হওয়ার জের গড়াল দীর্ঘ সময়। চূড়ান্ত নাকাল হলেন যাত্রীরা। শুক্রবার সকালে হাওড়া স্টেশনে নেমেই ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা।
সকাল ৭.৪০ মিনিট। আচমকাই বিকল হয়ে যায় হাওড়া-লিলুয়ার মাঝে সিগনালিং ব্যবস্থা। এর জেরে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। হাওড়া থেকে লিলুয়ার মধ্যে আপ ও ডাউনের জন্য মোট ৫টি লাইন। এর মধ্যে একটি পয়েন্টে সিগনাল বিকল হয়ে যায়। একটি সিগনাল বিকল হয়ে যাওয়ার অর্থ গোটা সিগনালিং ব্যবস্থাই বসে যাওয়া।
শুরু হয় ম্যানুয়াল সিগনালিং। তাতেও সামলানো যায়নি পরিস্থিতি। শামুখের গতিতে চলতে থাকে ট্রেন। অফিস টাইমে সিগনাল বিভ্রাটে নাকাল হন যাত্রীরা। হাওড়া স্টেশনে পৌছে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ট্রেন বিভ্রাটের কারণে অফিসে দেখানোর জন্য রেল থেকে টোকেন দেওয়া হয়। সেই টোকেন নিয়ে হাওড়া স্টেশনে বিশৃংখলা তৈরি হয়। প্রায় ২ ঘণ্টা পর সিগনালিং ব্যবস্থা চালু হয়। ততক্ষণে অবশ্য বিপর্যস্ত পরিষেবা। এর প্রভাব পড়েছে প্রায় ১৫টি এক্সপ্রেস ও মেল ট্রেন চলাচলেও।
আরও পড়ুন- দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকাদারকে হুমকি, অভিযুক্ত তৃণমূল