পাহাড়ি জনবসতিতেও ঢুকে পড়ল হাতি, খেল ভুট্টা, ফিরেও গেল

বন বিভাগের অনুমান, সাকাম বনাঞ্চল থেকে আসতে পারে হাতিটি।

Updated By: Jun 17, 2021, 05:32 PM IST
পাহাড়ি জনবসতিতেও ঢুকে পড়ল হাতি, খেল ভুট্টা, ফিরেও গেল

নিজস্ব প্রতিবেদন: এবার সুউচ্চ পাহাড়ি জনবসতিপূর্ণ এলাকাতেও  ঢুকে পড়ল দলছুট হাতি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার  গরুবাথান ব্লকের টার এলাকায়। বন বিভাগ হাতিটিকে বনাঞ্চলে ফেরত পাঠানোর চেষ্টা শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

ডুয়ার্সের (Dooars) পর এবার কালিম্পং জেলার পাহাড়ি এলাকাতেও হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত স্থানীয়রা। স্থানীয়রা জানান, হাতিটি স্থানীয় একটি চার্চের পাশ দিয়ে ভুট্টা ক্ষেতে চলে যায়। পরে একটি ঝোপঝাড়পূর্ণ এলাকায় আশ্রয় নেয়। এরপর হাতিটি বিজগাঁও, রাইগাঁও এলাকায় চলে যায়।

আরও পড়ুন: বৃষ্টিবিঘ্নিত ঝাড়গ্রাম জেরবার হাতির উপদ্রবে

এ অঞ্চলে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটল। এখনও পর্যন্ত  ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, সম্ভবত দলছুট হাতিটি খাবারের লোভেই এলাকায় চলে এসেছিল। এলাকায় প্রচুর ভুট্টার ক্ষেত রয়েছে। 

বন বিভাগের (Forest Department) অনুমান, সম্ভবত সাকাম বনাঞ্চল থেকে হাতিটি আসতে পারে। সেখানেই হাতিটিকে ফেরত পাঠানোর চেষ্টা চলছিল। শেষ পর্যন্ত হাতিটিকে ফেরত পাঠাতে সফলও হন বনকর্মীরা। ফিরে যায় হাতিটি।   

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: ঝাড়গ্রামের বিভিন্ন অঞ্চল বর্ষণপ্লাবিত, বিচ্ছিন্ন যোগাযোগ

.