পিসির বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু দিদি-ভাইয়ের
নদীতে প্রচুর জল থাকায় ওই কিশোর আচমকা ডুবে যেতে থাকে।
নিজস্ব প্রতিবেদন : পিসির বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল দিদি ও ভাইয়ের। নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয় দিদি ও ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি গ্রামে। স্থানীয় বাসিন্দারাই নদী থেকে ভাই সাগর প্রামাণিক ও দিদি সুস্মিতা প্রামাণিকের নিথর দেহ উদ্ধার করেন। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিন্দোলের বাসিন্দা দিদি সুস্মিতা ও ভাই রায়গঞ্জের ভাঙাবাড়ি এলাকায় পিসির বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে এসেছিল। দুপুরে পিসির বাড়ির পাশ দিয়েই বয়ে চলা নাগর নদীতে স্নান করতে নামে ভাই সাগর প্রামাণিক। নদীতে প্রচুর জল থাকায় ওই কিশোর আচমকা ডুবে যেতে থাকে। ভাইয়ের আর্ত চিৎকারে তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় দিদি সুস্মিতা। এরপর দিদি সুস্মিতাও জলে তলিয়ে যায়।
আরও পড়ুন, ভিডিয়ো: শাবককে বাঁচাতে এসে মা হাতির হামলার মুখে পে-লোডার, ৩ ঘণ্টার লড়াইয়ে সাফল্য
দু' ভাই-বোনের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।