সোনামুখি জঙ্গলে উদ্ধার কঙ্কাল, পচাগলা দেহাংশ

গ্রামের বাসিন্দাদের দাবি, নিহত ব্যক্তি স্থানীয় নয়।

Updated By: Aug 8, 2019, 08:03 PM IST
সোনামুখি জঙ্গলে উদ্ধার কঙ্কাল, পচাগলা দেহাংশ

নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরের জামবনির সোনামুখীর জঙ্গলে উদ্ধার হল পরিচয়হীন একটি কঙ্কাল। মৃতদেহের পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে প্রাথমিকভাবে অনুমান, দেহটি কোনও পুরুষের।

আজ গ্রামবাসীরা পাতা তুলতে জঙ্গলে ঢুকলে পচা, গলা দেহটি নজরে পড়ে। এর পরই খবর দেওয়া হয় জামবনি থানায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে অনুমান, অন্যত্র খুন করে জঙ্গলে দেহটি ফেলে দিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি, এলাকায় কেউ নিখোঁজ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন, বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক দেওরের, স্ত্রীর গায়ে আগুন দিয়ে খুন করল যুবক!

টুলিবর, সোনামুখি, হিজলি গ্রামের বাসিন্দাদের দাবি, নিহত ব্যক্তি স্থানীয় নয়। তবে, দেহটিতে পচন ধরে বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

.