হাজার পাঁচেক TMC কর্মী ভাঙিয়ে শুক্রেই বিজেপিতে সৌমেন্দু?

পদ্ম ফুটতে চলেছে কাঁথির অধিকারী বাড়িতেও!

Updated By: Dec 31, 2020, 11:50 PM IST
হাজার পাঁচেক TMC কর্মী ভাঙিয়ে শুক্রেই বিজেপিতে সৌমেন্দু?

নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত তাহলে পদ্ম ফুটতে চলেছে কাঁথির অধিকারী বাড়িতেও! দাদার পথে এবার হাঁটতে চলেছেন ভাই। বিজেপি সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ শুক্রবার কাঁথিতে শুভেন্দুর জনসভায় আনুষ্ঠানিকভাবে দলবদল করছেন তাঁর ভাই সোমেন্দু। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন আরও হাজার পাঁচেক তৃণমূলকর্মীও।

আরও পড়ুন: 'কাঁথির পুর প্রশাসক বদল অগণতান্ত্রিক, অনৈতিক': দিব্যেন্দু অধিকারী

সূত্রের খবর, শুভেন্দুর দলত্যাগের পর সৌমেন্দুকে নিয়েও জল্পনা ছড়িয়েছিল।  বস্তুত, শুভেন্দু (Suvendu Adhikari) দল ছাড়লেও, তাঁর পরিবারের কেউ সেই পথে হাঁটেননি বলে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা জবাবে শুভেন্দু বলেন, 'এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।' এরপরই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত হন সৌমেন্দু অধিকারী। তাঁর জায়গায় এদিন পুর প্রশাসকের দায়িত্ব বুঝে নেন সিদ্ধার্থ মাইতি। তিনি আবার তৃণমূল নেতা অখিল গিরি ঘনিষ্ট হিসেবে পরিচিত। ফলে অধিকারীর ছোট ছেলেকে নিয়ে জল্পনা আরও বাড়ে।

আরও পড়ুন: Suvendu -র দলবদলে 'না-খুশ' ছোট আঙারিয়া, গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি বক্তারের

উল্লেখ্য, কাঁথি পুরসভার প্রশাসক বদল সংক্রান্ত সরকারি  নির্দেশিকা চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সৌমেন্দু। ৪ জানুয়ারি মামলাটির শুনানি। এদিন রীতিমতো চ্যালেঞ্জ করেছেন কাঁথির সদ্য অপসারিত পুর প্রশাসক। বলেছেন, 'সিদ্ধার্থ মাইতিকে সরিয়ে ফের পুর প্রশাসকের দায়িত্ব বসব।'  Zee ২৪ ঘণ্টাকে সৌমেন্দু আরও বলেন, 'ছিলাম, আছি, থাকব। এখনও চার্জ হ্যান্ডওভার করিনি।' আইনি লড়াইয়ের পাশাপাশি এবার কি রাজনৈতিক লড়াইও শুরু হবে? বিজেপি সূত্রে তেমনই ইঙ্গিত মিলল।

.