Suvendu -র দলবদলে 'না-খুশ' ছোট আঙারিয়া, গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি বক্তারের

শুভেন্দুর দলবদলের সিদ্ধান্তের সঙ্গে সহমত নন ছোট আঙারিয়ার বক্তার মণ্ডল।

Updated By: Dec 31, 2020, 07:50 PM IST
Suvendu -র দলবদলে 'না-খুশ' ছোট আঙারিয়া, গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি বক্তারের

নিজস্ব প্রতিবেদন: দলবদলের পর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশে কি রয়েছে নেতাই, ছোট আঙারিয়া ও নন্দীগ্রাম? নেতাইয়ে এখন আকছার দেখা মিলছে গেরুয়া পতাকার। তবে ছোট আঙারিয়ায় এখনও 'পদ্ম ফোটেনি'? অথচ নেতাইয়ের মতো ছোট আঙারিয়ার সঙ্গেও যোগ রয়েছে শুভেন্দুর। কান পাতলেই শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে ছোট আঙারিয়া। ৪ জানুয়ারি শহিদ স্মরণে ছোট আঙারিয়াতে শুভেন্দু ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার পাল্টা শুভেন্দুর পাশে জেলা নেতৃত্ব।       
 
২০০১-র ৪ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ছোট আঙারিয়া গ্রামে বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগে। গুলিও চালানো হয়। মারা যান ৫ তৃণমূল সমর্থক। অভিযোগ উঠেছিল তৎকালীন শাসক দল সিপিএমের বিরুদ্ধে। সেই ঘটনার পর আন্দোলনে নেমেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সূত্র ধরে ছোট আঙারিয়ার সঙ্গে শুভেন্দুর যোগাযোগ গড়ে ওঠে। নিয়মিত সেখানে যাতায়াত শিশিরপুত্রের। ৪ জানুয়ারি শহিদ দিবসেও অংশ নিয়েছেন। তবে এবার পরিস্থিতি অন্যরকম। শুভেন্দু এখন আর তৃণমূলে নেই। তিনি বিজেপি নেতা। শুভেন্দুর দলবদলের সিদ্ধান্তের সঙ্গে সহমত নন বক্তার মণ্ডল। তিনি বলেন, 'দিদি অনেক কিছু দিয়েছে। দিদির সঙ্গেই আছি।' শুভেন্দুকে ছোট আঙারিয়ায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বক্তার। একইসুরে গড়বেতা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ বলেন,'৪ জানুয়ারি ছোট আঙারিয়াতে আড়ম্বরে শহিদ দিবস পালন করা হবে। আগে এসেছেন শুভেন্দু অধিকারী। তবে আন্দোলনে ওঁর কোনও ভূমিকা ছিল না।' মমতার পাশেই আছেন ছোট আঙারিয়ার বাসিন্দাদের একাংশ। তাঁরা বলছেন, 'এখন বেশ সুখে শান্তিতেই বসবাস করছি। রাস্তাঘাট হয়েছে। মিটেছে জল ও স্কুলের সমস্যা।' 

তৃণমূল বাধা দিলে বিজেপি ছেড়ে দেবে না বলে বলে পাল্টা জানিয়েছেন জেলা সহ-সভাপতি মদন রুইদাস। তিনি বলেন,'তৃণমূলের যে কর্মীরা এখন বক্তার মণ্ডলকে রক্ষা করছেন, তাঁরাই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এসেছেন। ছোট আঙারিয়া কারও একার নয় যে ঢুকতে দেবে না। শুভেন্দু অধিকারী এখন বিজেপি নেতা। তাঁর সম্মান রক্ষার দায়িত্ব বিজেপি পরিবারের।' 

উল্লেখ্য, নন্দীগ্রামের শহিদ দিবস পালনের মতো প্রতিবছরই গড়বেতার ছোট আঙারিয়াতে শহিদ স্মরণ করতে যান শুভেন্দু অধিকারী। ৪ জানুয়ারি গড়বেতায় যাবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন তিনি। তবে শুভেন্দু ছোট আঙারিয়া যাবেন কি না তা এখনও স্পষ্ট করেননি। 

আরও পড়ুন- অপসারণের সিদ্ধান্ত 'বেআইনি', High Court-এ সৌমেন্দু অধিকারী

 

.