#GetWellSoonDada: হাসপাতালে সৌরভ, ফোনে খোঁজ নিয়ে সবরকম সাহায্যের আশ্বাস শাহের
শোনা যাচ্ছে, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও ফোন করেছেন অমিত শাহ।
নিজস্ব প্রতিবেদন: অসুস্থ সৌরভ গাঙ্গুলির খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর শারীরিক অবস্থার থোঁজ নিতে কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেছেন শাহ। সৌরভের পরিবারের সঙ্গেও কৈলাস বির কথা। প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। শোনা যাচ্ছে, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও ফোন করেছেন অমিত শাহ।
অন্যদিকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইটবার্তা দিয়েছেন অমিত শাহের ছেলে জয় শাহ। লিখেছেন, 'আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি। আমার সঙ্গে ওঁর পরিবারের কথা হয়েছে। উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।'
I wish and pray for the speedy recovery of @SGanguly99. I’ve spoken to his family. Dada is stable and is responding well to the treatment.
— Jay Shah (@JayShah) January 2, 2021
টুইট করেছেন কৈলাস বিজয়বর্গীয়ও।
भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान और बीसीसीआई के मौजूदा अध्यक्ष सौरव गांगुली को हार्ट अटैक आने जानकारी मिलने पर मैंने कोलकाता के वुडलैंड्स हॉस्पिटल के डॉक्टर्स से बात की, उन्होंने कहा है कि चिंता की कोई बात नहीं है।
बाबा महाकाल दादा को जल्द स्वस्थ करे।#SouravGanguly
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 2, 2021
শনিবার সকালে জিম করতে গিয়ে আচমকা বুকে ব্যথা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ বাড়িতেই ওয়ার্ক আউট করার সময় ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি। কিছুটা সামলে উঠে প্রায় সঙ্গে সঙ্গেই পরিবারের ডাক্তারকে ফোন করেন সৌরভ নিজেই। জানান, তাঁর বুকে হালকা যন্ত্রণা রয়েছে। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিত্সক। ইসিজি-র পর দেখা যায় মৃদু কার্ডিয়াক মহারাজের।
এরপর হাসপাতালের ক্যাথল্যাবে অ্য়াঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছে। পরিবার সূত্রে খবর ৩টি ব্লকেজ মিলেছে তাঁর হার্টে। আগামী সোমবার পরবর্তী পদক্ষেপ করা হবে। বাইপাস নাকি অন্য সিদ্ধান্ত তা ওইদিনই জানানো হবে। স্থিতিশীল অবস্থায় এখন তাঁকে বেডে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।