গুরুংয়ের অজ্ঞাতবাসের মধ্যেই বিনয় তামাংকে মসনদে বসালেন মমতা

Updated By: Sep 20, 2017, 06:40 PM IST
গুরুংয়ের অজ্ঞাতবাসের মধ্যেই বিনয় তামাংকে মসনদে বসালেন মমতা

ওয়েব ডেস্ক: বিমল গুরুংয়ের অজ্ঞাতবাসের মধ্যেই বিনয় তামাংকে পাহা়ড়ের মসনদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা পাহাড়ের জন্য ৮ সদস্যের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস গঠন করেন মুখ্যমন্ত্রী। নতুন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বহিষ্কৃত মোর্চা নেতা বিনয় তামাং। ভাইস চেয়ারম্যান হয়েছেন আরেক বহিষ্কৃত নেতা অনীক থাপা। 

এদিন মুখ্যমন্ত্রী জানান, জিটিএ আইনের ৬৫ ধারা অনুসারে এই নতুন বোর্ড গঠন করা হয়েছে। আইনের এই ধারা অনুসারে কোনও কারণে জিটিএর নির্বাচন করানো না গেলে সেখানে মনোনীত ব্যক্তিদের নিয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস গঠন করতে পারে রাজ্য সরকার। 

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে থাকবেন মুখ্যসচিব মলয় দে। বোর্ড পরিচালনায় সাহায্য ছাড়াও রাজ্যের সঙ্গে সমন্বয় সাধন করবেন তিনি। মমতা জানিয়েছেন, পাহাড়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

 

.