শিলিগুড়ির পথে ট্রেন যাত্রীদের লক্ষ্য করে ইটবৃষ্টি, জখম ২ শিশু

আরপিএফ-এর পক্ষ থেকে কোনও সাহায্য মেলেনি। 

Updated By: Feb 19, 2020, 05:05 PM IST
শিলিগুড়ির পথে ট্রেন যাত্রীদের লক্ষ্য করে ইটবৃষ্টি, জখম ২ শিশু

নিজস্ব প্রতিবেদন : ট্রেন যাত্রীদের লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। শিশুদের নিয়ে কোনওমতে লুকিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা। অভিযোগ, বিপদের সময়ে আরপিএফও কোনও সাহায্য করেনি। এই ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় কাশিয়াবাড়ি স্টেশনে। 

হলদিবাড়ি থেকে যাত্রীবোঝাই ট্রেন যাচ্ছিল শিলিগুড়ি। মিলন মেলা উপলক্ষ্যে ট্রেনে তিল ধারনের জায়গা ছিল না। অভিযোগ, কাশিয়াবাড়ি স্টেশনে আসতেই ব্যাপক ইটবৃষ্টি শুরু হয় । জখম হয় দুটি শিশু। এরপরই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তত্পরতায় জলপাইগুড়িতে যাত্রীদের নামানো হয়। 

আরও পড়ুন, পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যেই টিকটকে ফাঁস মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র! 

অভিযোগ জানানো হয়েছিল আরপিএফ-এ। কিন্তু অভিযোগ, তারপরেও আরপিএফ-এর পক্ষ থেকে কোনও সাহায্য মেলেনি। যদিও যাত্রীদের এই অভিযোগ অস্বীকার করেছে আরপিএফ। জানা গিয়েছে, ওই দুই শিশুর চোট তেমন গুরুতর নয়। পরে দুই শিশুকে নিয়ে ফের শিলিগুড়ি রওনা দেয় তাদের পরিবার। 

.