স্কুলবাসে 'বান্ধবী'র জন্য রাখা আসনে অন্য ছাত্র বসতেই ছুরি নিয়ে হামলা ছাত্রের
ভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্রটি বাসে উঠে ছাত্রীর জন্য জায়গা রেখেছিল।
নিজস্ব প্রতিবেদন : স্কুলবাসে এক ছাত্রীর পাশে বসাকে কেন্দ্র করে বচসায় জড়াল দুই ছাত্র। বচসা চলাকালীনই এক ছাত্র অপর ছাত্রের উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে আক্রান্ত ছাত্র। ঘটনাটি ঘটেছে দমদমে।
জানা গেছে, তিন ছাত্রছাত্রীই দমদম আদিত্য আদিত্য অ্যাকাডেমির পড়ুয়া। এদিন স্কুল থেকে ফেরার সময় বাসে একাদশ শ্রেণির এক ছাত্রীর পাশে বসা নিয়ে বচসায় জড়ায় দুই ছাত্র। তাদের মধ্যে একজন ওই ছাত্রীরই সহপাঠী, একাদশ শ্রেণিতে পাঠরত। অপরজন দ্বাদশ শ্রেণিতে পড়ে। অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্রটি বাসে ওই ছাত্রীর জন্য জায়গা রেখেছিল। কিন্তু সেই সিটে বসে পড়ে আম্মান সিং নামে একাদশ শ্রেণির ছাত্রটি।
আরও পড়ুন, ভাগাড়কাণ্ডে 'কুকুরের মাংস' মেলেনি, রিপোর্ট সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের
অভিযোগ, এরপরই রাস্তার পাশে সবজি দোকানে থাকা ছুরি নিয়ে আম্মান সিংয়ের উপর হামলা চালায় অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্রটি। হামলার জেরে গুরুতর জখম হয় আম্মান সিং। সঙ্গে সঙ্গেই তাকে দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত ছাত্র পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিস।