Malbazar: দুঃসাহসিক অভিযান! হিমাচলের ইউনামের চূড়ায় মালবাজারের সুদেব...

Malbazar: মালবাজার শহরের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ কলোনির বাসিন্দা বছর একত্রিশের সুদেব রায়। উত্তরবঙ্গের 'হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনে'রও সদস্য তিনি। পাশাপাশি তিনি 'মালবাজার মাউন্টেন অ্যান্ড রানার্স অ্যাসোসিয়েশনে'র সক্রিয় সদস্য।

Updated By: Sep 6, 2023, 04:28 PM IST
Malbazar: দুঃসাহসিক অভিযান! হিমাচলের ইউনামের চূড়ায় মালবাজারের সুদেব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দূরের হাতছানিই এঁদের সম্বল, পথের ডাকে ঘর ছেড়ে বেরিয়ে এঁরা অসাধ্যসাধন করেন। তেমনই অসাধ্যসাধন করলেন মালবাজারের সুদেব রায়। তিনি জয় করলেন হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম শৃঙ্গ।

আরও পড়ুন: Jhargram: রোমের ভ্যাটিকান সিটিতে ঝাড়গ্রামবাসীর অবাধ বিচরণ এবার! কেন জানেন?

হিমাচল প্রদেশের ৬১০০ মিটার উচ্চতাবিশিষ্ট মাউন্ট ইউনাম নামক পর্বতচূড়ায় উঠে নজির তৈরি করলেন মালবাজারের সুদেব রায়। এবার তাঁর সঙ্গে ছিলেন তারকেশ্বরের যুবক জ্যোতির্ময় মাইতি। রবিবার ভোরে সুদেব এবং জ্যোতির্ময় ইউনাম পর্বতচূড়ায় ওঠেন। তাঁদের এই দুঃসাহসিক অভিযানকে কুর্নিশ জানিয়েছে বিভিন্ন মহল।

মালবাজার শহরের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ কলোনির বাসিন্দা বছর একত্রিশের যুবক সুদেব রায়। উত্তরবঙ্গের 'হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন' (HNAF বা 'ন্যাফ')-এর সদস্য তিনি। পাশাপাশি সুদেব 'মালবাজার মাউন্টেন অ্যান্ড রানার্স অ্যাসোসিয়েশনে'র সক্রিয় সদস্য। অন্য দিকে, বছর তিরিশের যুবক জ্যোতির্ময় বীজপুর পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের সদস্য।

আরও পড়ুন: Ganga Erosion| Ratua: রতুয়ায় উঠোনে হাজির ভয়ংকর গঙ্গা, গিলে খাচ্ছে একের পর এক বাড়িঘর

গত ২৪ অগস্ট সুদেব মাউন্ট সিনকুন ইস্ট (৬০৮১ মিটার) পর্বতচূড়ায় আরোহণ করেছিলেন। তখন তাঁর সঙ্গী ছিলেন মালদার গনেশ সাহা। ফোনে সুদেব জানালেন, ১ সেপ্টেম্বর ভরতপুরে পৌঁছেছিলাম। ২ সেপ্টেম্বর রাতে চূড়ার লক্ষ্যে রওনা দিয়ে রবিবার ভোরে শৃঙ্গে উঠতে সক্ষম হয়েছি। ৫ সেপ্টেম্বর মানালি বেস ক্যাম্পে ফিরে আসি। পর্বতশৃঙ্গটি জয় করে ফিরে আসতে তাঁদের সময় লেগেছে ১০ ঘণ্টা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.