দল বা প্রশাসনকে না জানিয়ে মুর্শিদাবাদে আচমকা হাজির শুভেন্দু

পূর্ব মেদিনীপুরে 'আমরা দাদার অনুগামী'র একের পর এক সভা করে চলেছেন শুভেন্দু অধিকারী।

Updated By: Nov 6, 2020, 11:40 PM IST
দল বা প্রশাসনকে না জানিয়ে মুর্শিদাবাদে আচমকা হাজির শুভেন্দু
ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন: ঝটিকা সফরে মুর্শিদাবাদের বেলডাঙায় পৌঁছলেন শুভেন্দু অধিকারী। অথচ তৃণমূল কংগ্রেস বা জেলা প্রশাসনের কাছে কোনও খবরই ছিল না। সেখানে গিয়ে বিজয়া দশমীতে ভাসানে গিয়ে নৌকাডুবিতে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন শুভেন্দু অধিকারী। 

পূর্ব মেদিনীপুরে 'আমরা দাদার অনুগামী'র একের পর এক সভা করে চলেছেন শুভেন্দু অধিকারী। সেগুলির সঙ্গে দলের কোনও যোগই নেই। সেভাবেই শুক্রবার শুভেন্দু হাজির হলেন মুর্শিদাবাদের বেলডাঙায়। তাঁর সফরের আগাম খবর ছিল না দল বা প্রশাসন কারও কাছেই।             

বিজয়া দশমীতে ঠাকুর ভাসান দিতে দিয়ে বেলডাঙায় মৃত্যু হয় ৫ জনের। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এ দিন ২ লক্ষ টাকার চেক তুলে দেন শুভেন্দু অধিকারী। ভারত সেবাশ্রমের মহারাজের সঙ্গেও দেখা করেন।

শুভেন্দু অধিকারী জেলায় যাচ্ছেন অথচ তৃণমূল নেতৃত্ব জানে না, তা বেশ তাৎপর্যপূর্ণ। এতে শুভেন্দুর অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়ল। শুভেন্দু কি বিজেপিতে যাচ্ছেন? স্পষ্ট জবাব দেননি অমিত শাহ। বলেন,''অনেকেই যোগ দিতে চান। দীর্ঘ তালিকা। কারও সঙ্গে আমার কথা হয়নি।''

আরও পড়ুন- মাস্ক না পরায় বাবার নামে জয়কে ফোনে নালিশ মমতার! শুনে কী বললেন শাহ?

.