ভাড়া বাড়ানোর দাবিতে ২২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিল Taxi, Ola, Uber

কিলোমিটার প্রতি ২৫ টাকা ভাড়া বাড়ানোর দাবি  জানিয়েছে Taxi  চালকরা।   

Updated By: Feb 9, 2021, 05:19 PM IST
ভাড়া বাড়ানোর দাবিতে ২২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিল Taxi, Ola, Uber

 নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ধর্মঘটের ডাক দিল Taxi,Ola,Uber। ২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টার ধর্মঘট। যাঁরা ওলা উবের ট্যাক্সিতে যাতায়াত করেন, এদিন ভোগান্তির কথা মাথায় রেখেই রাস্তায় বেরোতে হবে। 

হলুদ ট্যাক্সি চালকদের অবস্থা ও ভাড়া নিয়ে কোনও হেলদোল নেই রাজ্যের। অন্যদিকে, নিত্যদিন ওলা উবের চালক ও মালিকদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। এর প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে বন্ধের ডাক দিয়েছে West Bengal Taxi Operators Co Ordination Committee (AITUC)

প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল জিজেলের দাম। কিন্তু সেভাবে Taxi-র ভাড়া বাড়ানো হয়নি। ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ ফেব্রুয়ারি মাসের ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকার বেশি। ২০১৮ সালের পর ভাড়ার দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহন দফতর। Taxiতে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকার দাবিতে এদিনের ধর্মঘট। যা আগে ছিল ৩০ টাকা। প্রথম ২ কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে।  

Tags:
.