৭২ ঘণ্টা রাজ্যে চলবে শৈত্যপ্রবাহ, আরও নামবে তাপমাত্রার পারদ

কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে শৈত্যপ্রবাহ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Jan 8, 2018, 07:10 PM IST
৭২ ঘণ্টা রাজ্যে চলবে শৈত্যপ্রবাহ, আরও নামবে তাপমাত্রার পারদ

নিজস্ব প্রতিবেদন : আগামী তিনদিন রাজ্যে শীত আরও জাঁকিয়ে পড়বে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমবে। এমনটাই পূবাভাস আবহাওয়া দফতরের। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে শৈত্যপ্রবাহ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

সামনেই পৌষ সংক্রান্তি। সিকিমের হিম এখন গঙ্গাসাগর মুখী। সেই হিমেল হাওয়ার যাত্রাপথে যাই পড়ছে, তাই জমে যাচ্ছে। শীত শীত করে এতদিন কাঙাল ছিল বঙ্গবাসী। এখন হিমের ঠেলায় 'হিম'শিম খেতে হচ্ছে। জেলায় জেলায় একই ছবি। উত্তরের পারদ নেমেছে উল্লেখ্যযোগ্য ভাবে। তবে, দক্ষিণে ছোবল ততটা তীক্ষ্ণ নয়। যদিও, যা আছে তাতেই জনতা কাহিল।

এদিকে, বঙ্গোপসাগরেও উঁকি দিচ্ছে না কোনও নিম্নচাপ। পৌষ সংক্রান্তি পর্যন্ত শীত এমন মারকাটারি ব্যাটিং চালিয়ে যাবে। আপাতত এটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- জবুথবু! রেকর্ড পারদ পতনে ‘হিম’ শিম রাজ্য

.