ডায়রিয়া নিয়ে টানা তিন ঘণ্টা পড়ে হাসপাতালের বেডে, বিনা চিকিৎসাতেই প্রাণ হারাল শিশু

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে যেন কিছুতেই বদলাচ্ছে না চিত্রটা। ফের চিকিত্‍সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। তীব্র উত্তেজনা ছড়াল তুফানগঞ্জ হাসপাতালে। মৃত শিশুর পরিবারের লোকজন ভাঙচুর চালায় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তুফানগঞ্জ থানার পুলিস।  

আরও পড়ুন: থার্ড ওয়েভের আশঙ্কা! উৎসব মরশুমে ফের এক লাফে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

জানা গিয়েছে, তুফানগঞ্জ এক নং ব্লকের নাটাবাড়ি এলাকার বাসিন্দা মনিরুল হক ডায়রিয়া রোগের উপসর্গ নিয়ে তার ৫ মাসের শিশুকে বৃহস্পতিবার ভোরে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ, হাসপাতালে ভর্তির পর ওই শিশুর কোনও চিকিত্‍সা করা হয়নি। কর্তব্যরত নার্সকে বারবার বলার পরেও কোনও ব্যবস্থা নেয়নি তাঁরা। পরিবার সূত্রে খবর, প্রায় ঘন্টা তিনেক বিনা চিকিত্‍সায় থাকার পর শিশুটি মারা যায়। 

English Title: 
The child died in the hospital bed after suffering from diarrhea for three hours without any treatment
News Source: 
Home Title: 

ডায়রিয়া নিয়ে টানা তিন ঘণ্টা পড়ে হাসপাতালের বেডে, বিনা চিকিৎসাতেই প্রাণ হারাল শিশু

ডায়রিয়া নিয়ে টানা তিন ঘণ্টা পড়ে হাসপাতালের বেডে, বিনা চিকিৎসাতেই প্রাণ হারাল শিশু
Yes
Is Blog?: 
No
Section: