বিকট শব্দ! হাসপাতালের জানলার কাঁচ ভেঙে ঝাঁপ রোগীর

ধাক্কা মেরে জানলার দিকে এগিয়ে যান তিনি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 

Updated By: Oct 9, 2020, 02:30 PM IST
বিকট শব্দ! হাসপাতালের জানলার কাঁচ ভেঙে ঝাঁপ রোগীর

 নিজস্ব প্রতিবেদন : বেহালার বেসরকারি এপেক্স নার্সিংহোমের চার তলা থেকে  ঝাঁপ দিলেন রোগী। নাম দিলীপ বেরা (৭২)। হারনিয়া অপারেশন এর জন্য গত পরশু দিন হাসপাতাল এ ভর্তি হন তিনি। বৃহস্পতিবার অপারেশন হয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই হাসপাতালেই। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

শুক্রবার সকাল ১০.৩০ এ হঠাৎ বিকট শব্দ। মাটিতে পরে কাতরাচ্ছেন রোগী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সে সময় হাসপাতালের কর্মীরা এসে তাঁকে নিয়ে যায়। জানা যাচ্ছ, হাসাপাতালের চার তলা থেকে ঝাঁপ দেন ওই রোগী। কাঁচে ঘুষি মেরে জানলা ভাঙেন তিনি। 

সেখানে উপস্থিত একজন স্বাস্থ্য কর্মী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তাঁকে ধাক্কা মেরে জানলার দিকে এগিয়ে যান তিনি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 

হাসপাতাল সূত্রে খবর অবস্থা রোগীর অবস্থা খুবই সঙ্কটজনক। ভেন্টিলেশন আছেন তিনি। ঘটনা স্থলে বেহালা থানার পুলিশ পৌঁছায়। কেন এমন পদক্ষেপ নিলেন দিলীপ বাবু খতিয়ে দেখছে পুলিশ। তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। 

.