জাতীয় সড়ক দিয়ে হু হু করে জল বইছে, প্রমাদ গুনছে রায়গঞ্জবাসী

এবারেও একই উদ্বেগ। বড়সড় দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের দু ধারে খুঁটি পুঁতে যান চলাচলে সাবধানতা অবলম্বন করেছে রায়গঞ্জের পুলিস। 

Updated By: Sep 29, 2020, 11:01 PM IST
জাতীয় সড়ক দিয়ে হু হু করে জল বইছে, প্রমাদ গুনছে রায়গঞ্জবাসী

নিজস্ব প্রতিবেদন: জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নাগর নদীর জল। ২০১৭ সালের বন্যার পুনরাবৃত্তি হবে না তো? আশঙ্কায় রায়গঞ্জ। নাগর নদীর জলে প্লাবিত রায়গঞ্জের জাতীয় সড়ক। বিপদ এড়াতে হাঁটু জলে নেমে যান চলাচল নিয়ন্ত্রন করছে পুলিস। বর্তমানের ভয়াবহতা রায়গঞ্জবাসীকে মনে করিয়ে দিচ্ছে তিন বছর আগে কথা। 

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ, রাস্তায় বসে চপ ভাজলেন আন্দোলনকারীরা

রায়গঞ্জে ভাঙাবাড়ির কাছে জাতীয় সড়কের ওপর দিয়ে বয়ে যাচ্ছে নাগর নদীর জল। ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। জল বাড়ার গতিপ্রকৃতি দেখে  ২০১৭ সালের ভয়াবহ বন্যার কথা মনে পড়ছে বাসিন্দাদের। ২০১৭ সালে বন্যার শুরুতে এই ভাঙ্গাবাড়িতেই নাগর নদী জল জাতীয় সড়কের ওপর দিয়ে বয়ে গিয়েছিল। ঠিক তার পরের দিনই রায়গঞ্জ শহর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় নাগর ও কুলিক  নদীর জলে। 

এবারেও একই উদ্বেগ। বড়সড় দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের দু ধারে খুঁটি পুঁতে যান চলাচলে সাবধানতা অবলম্বন করেছে রায়গঞ্জের পুলিস। 

.