ক্রেতা সেজে হাত সাফাই সোনার দোকানে, ধরা পড়ল সিসিটিভিতে
Updated By: Oct 11, 2017, 08:12 PM IST

ওয়েব ডেস্ক : দিনে দুপুরে সকলের চোখের সামনে নিখুঁত হাত সাফাই। ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার আংটির প্যাকেট নিয়ে চম্পট দুই ব্যক্তির। তবে শেষ রক্ষা হল না। দোকানের সিসিটিভিতে ধরা পরে গেল সব কিছু। বীরভূমের রামপুরহাটের ঘটনা।
মঙ্গলবার রামপুরহাটের হাটতলা পাড়ার ওই সোনার দোকানে এই কাণ্ড হয়। অনেক পরে দোকান মালিক চুরির ঘটনা বুঝতে পারেন। তখনই সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সিসিটিভি ফুটেজ সহ পুলিসে অভিযোগ জানিয়েছেন দোকান মালিক।
আরও পড়ুন, 'ভিক্ষু' রুশ পর্যটককে সাহায্য করে ফের মানবিকতার নজির সুষমার