প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিপ‌র্যয়, বাজে কদমতলা‌ ঘটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

Updated By: Aug 28, 2017, 10:06 AM IST
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিপ‌র্যয়, বাজে কদমতলা‌ ঘটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

ওয়েব ডেস্ক:  বিপদ ডেকে আনল ২৫ ফুট উঁচু প্রতিমা। শনিবার রাতে ইডেন গার্ডেন্সের কাছে বাজে কদমতলা ঘাটে গণেশ প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিদ্যুতের তারে ঠেকে ‌যায় গণেশের হাত। সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৩ শ্রমিক।

এদিন রাতে রেল লাইন পেরিয়ে ঘাটে প্রতিমা নিয়ে ‌যাচ্ছিলেন ৯ জন শ্রমিক। সে সময় বিদ্যুতের তারে ঠেকে ‌যায় সিদ্ধিদাতার হাত। সঙ্গে সঙ্গে প্রতিমায় আগুন লেগে ‌যায়। ট্রলির উপরে থাকা বাপি মন্ডল নামে এক শ্রমিক ওপরে থেকে নীচে পড়ে ‌যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোহার ট্রলিতে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও সাত শ্রমিক।

আহত শ্রমিকদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজে। হাসপাতালে মারা ‌যান আরও ২ জন। এদের মধ্যে একজন বিমল সাহানি নামে এক ব্যবসায়ী। জানা ‌যাচ্ছে অন্ধকারে রেল লাইন পার হতে গিয়েই বিপত্তি। প্রতিমা ঠেকে ‌যায় চক্ররেলের ওভারহেড তারে। প্রতিমার ধাক্কায় তার ছিঁড়ে ‌যায়।

-ছবি প্রতীকী

আরও পড়ুন-দেশে ক্রীড়া প্রতিভা তুলে আনতে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী

.