সেলফির নেশা কাড়ল প্রাণ

Updated By: Aug 27, 2017, 08:54 PM IST
সেলফির নেশা কাড়ল প্রাণ

ওয়েব ডেস্ক: সেলফির নেশা কাড়ল প্রাণ। ছেলের সঙ্গে সেলফি তুলতে গিয়ে খাদানের জলে তলিয়ে গেলেন IIT-র প্রফেসর জয়দীপ ভট্টাচার্য। এদিন ছেলের সঙ্গে সেলফি তুলতে যান জয়দীপবাবু। আচমকাই খাদানে পড়ে যায় ছেলে। তাকে বাঁচালেও, নিজে আর উঠতে পারেননি।

ছবি তোলাই জীবন.. ছবির টানে ছুটে যেতেন একপ্রান্ত থেকে ওপর প্রান্ত। এককথায় এটাই IIT প্রফেসর জয়দীপ ভট্টাচার্যের পরিচয়। ছুটির দিনে ক্যামেরা হাতে বেরিয়ে পড়াটাই রুটিন। রবিবারও বেরোন। শুধু ফেরা হল না। ছবি তুলতে গিয়ে তলিয়ে গেলেন খাদানের গভীর জলে...

IIT  ক্যাম্পাস ছেড়ে দুই ছেলে মেয়ে নিয়ে ছবি তুলতে যান জয়দীপ। কুচলাচেক্কিতে খাদানের ধারে দাঁড়িয়ে ছেলের সঙ্গে সেলফি তুলছিলেন। আচমকাই পা পিছলে যায় ছেলের। তাকে বাচাতে জলে ঝাঁপ দেন জয়দীপবাবু। ছেলেকে কোনওমতে তুলে ফেলেন। কিন্তু, সাঁতার জানতেন না। নিজে আর উঠতে পারেননি।

গ্রামের মানুষই শিশুটিকে উদ্ধার করে IIT BC  রায় হাসপাতালে নিয়ে যাওয়া যান। সেখানেই তার চিকিত্সা চলছে। জয়দীপবাবুর আচমকা মৃত্যু মানতে পারছেন না সহকর্মীরা। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে পুলিস।

আবার বিতর্কে দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরি

.