রাতে ঘরে আগুন, অগ্নিদগ্ধ একই পরিবারের ৩
মাটির দেওয়াল ও খড়ের চালের ঘরে আগুন লেগে যায় কোনওভাবে। শীতের রাতে প্রথমে তাপ অনুভব করতে পারেননি।
নিজস্ব প্রতিবেদন: রাতে ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ একই পরিবারের ৩ জন। ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোস্টাল থানার বড় মোল্লাখালির সর্দারপাড়া এলাকায়। প্রত্যেকেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। অগ্নিদগ্ধদের মধ্যে একটি সাত মাসের শিশুও রয়েছে।
আরও পড়ুন, ঘর থেকে ৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ, রাতভর তল্লাশিতে উদ্ধার খণ্ডবিখণ্ড দেহ
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়েছিলেন শ্বশুর শশী সর্দার, বৌমা হৈমন্তী ওঁরাও ও নাতি সুরজ সর্দার। মাটির দেওয়াল ও খড়ের চালের ঘরে আগুন লেগে যায় কোনওভাবে। শীতের রাতে প্রথমে তাপ অনুভব করতে পারেননি। যখন পারেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ঘরের প্রায় ৭০ শতাংশ জ্বলে গিয়েছে। ঘরের দরজাতেও আগুন লেগে যায়। সেই মুহূর্তে ঘর থেকে বেরোতে পারেননি তাঁরা। প্রতিবেশীরা তাঁদের আর্তনাদ শুনে জল দিয়ে কোনওভাবে আগুন নিভিয়ে তাঁদের বার করে আনেন।
হাওড়ায় সেই রামুয়ার সঙ্গীর গলাকাটা দেহ উদ্ধার
শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে দুজনের। শিশুটির অবস্থাও আশঙ্কাজনক। তাঁরা প্রত্যেকেই ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।