গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩৫৫ জন, মৃতের সংখ্যা বেড়ে ৫২৯

পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সুস্থতার হারও বেড়েছে। ৫০ থেকে বেড়ে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৫.৭৯ শতাংশে।

Updated By: Jun 19, 2020, 10:55 PM IST
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩৫৫ জন, মৃতের সংখ্যা বেড়ে ৫২৯

নিজস্ব প্রতিবেদন: উদ্বেগ যেন কমছেই না। কার্যত বাড়ছে আক্রান্তের সংখ্যা শুক্রবারের সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন  ৩৫৫ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩,০৯০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২৯। 

পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সুস্থতার হারও বেড়েছে। ৫০ থেকে বেড়ে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৫.৭৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৩০২জন। সরকারি হিসাব অনুযায়ীএখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭,৩০৩ জন। উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে বেড়েছে করোনা টেস্টের সংখ্যাও। এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৮০হাজার ৬১২টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। 

এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে পুরুষের মৃত্যুর হার  ৩.৮২ শতাংশ। মহিলার মৃত্যুর হার ৪.৬২ শতাংশ। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪০০ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১,৮৪৮। হাওড়ায় ১,৯৮৪ জন। 

.