পুরুলিয়ার পর বাঁকুড়া, সরিয়ে দেওয়া হল তৃণমূলের ২ ব্লক সভাপতিকে

খারাপ ফলের জন্য শনিবার সরিয়ে দেওয়া হয় রঘুনাথপুর-১, বলরামপুর, পারা ও সাতুরির ব্লক সভাপতিদের

Updated By: Jun 4, 2018, 12:28 PM IST
পুরুলিয়ার পর বাঁকুড়া, সরিয়ে দেওয়া হল তৃণমূলের ২ ব্লক সভাপতিকে

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটে খারাপ ফলের জন্য জেলা নেতৃত্বের ওপরে অসন্তোষ ছিল শীর্ষ নেতৃত্বের। তার জেরেই পুরুলিয়া জেলা তৃণমূলের ৪ ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়া হয়। এবার বাঁকুড়া। সরানো হল জেলার ২ ব্লক সভাপতিকে।

আরও পড়ুন-বিকল মেট্রোর এসি, তুমুল যাত্রী বিক্ষোভে কিছুক্ষণ বন্ধ রইল ট্রেন

পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। তার জেরেই জেলা নেতৃত্বে রদবদল। পুরুলিয়ার পর এবার সরানো হল বাঁকুড়ার ইন্দপুর ও সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতিকে।

উল্লেখ্য, খারাপ ফলের জন্য শনিবার সরিয়ে দেওয়া হয় রঘুনাথপুর-১, বলরামপুর, পারা ও সাতুরির ব্লক সভাপতিদের। এদিন পুরুলিয়া সার্কিট হাউসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল ‌যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি কেন জেলায় আশানুরুপ ফল হল না তার ব্যাখ্যাও চান অভিষেক। আগামী ১৫ দিনের মধ্যে জেলা কমিটিকে রির্পোট দিতে বলা হয়েছে।

আরও পড়ুন-দাম নিয়ে বচসা, ভাটপাড়ায় প্রকাশ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ব্যবসায়ীকে

এদিনের বৈঠকে ডাক পাননি প্রাক্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাত। দুর্নীতিগ্রস্থ কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জনিয়েছেন অভিষেক।

.