সদ্য তৃণমূলে যোগ দেওয়ায় ক্ষোভ, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী

স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Updated By: Aug 19, 2019, 09:36 AM IST
সদ্য তৃণমূলে যোগ দেওয়ায় ক্ষোভ, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী

নিজস্ব প্রতিবেদন:   তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। যুব তৃণমূল কর্মীদের রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। সংঘর্ষে এক মহিলা-সহ আহত ৭।

 

এলাকায় দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের মধ্যে বচসা দীর্ঘদিনের। এবার বাসন্তীর ৩ নম্বর চড়াবিদ্যা পেটুয়াখালি গ্রামে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। নতুন করে তৃণমূলে যোগ দেওয়া সদস্যদের ওপর ক্ষোভ বাড়তে থাকে অপর গোষ্ঠীর। তা নিয়ে বচসা, হাতাহাতি।

রাতভর বোমাবাজি, অস্ত্র হাতাহাতি দাপাদাপি, বাড়ি ভাঙচুর, উত্তপ্ত মাথাভাঙা

সোমবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে পেটুয়াখালি গ্রাম। অভিযোগ, আবুকালাম লস্কর, কারিম গাজি, মদন মণ্ডলরা এদিন সকালে কাজে যাচ্ছিলেন। তখন অপরপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। রাস্তায় ফেলে লাঠি, লোহার রড দিয়ে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। পরে স্থানীয়রা চলে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এপ্রসঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.