লকডাউনের মধ্যেও ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী, পড়ল মুড়িমুড়কির মতো বোমা

আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী থানার ফুল মালঞ্চ অঞ্চলের ১০ নম্বর মোল্লাখালি গ্রাম। রাস্তায় জড়ো হয়ে যান জনা চল্লিশ তৃণমূল কর্মী। সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলে হামলা।

Updated By: Apr 11, 2020, 10:00 AM IST
লকডাউনের মধ্যেও ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী, পড়ল মুড়িমুড়কির মতো বোমা

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেও ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবারও ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। সংঘর্ষে গুরুতর আহত ৩ তৃণমূল কর্মী।
লকডাউন চলাকালীন আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী থানার ফুল মালঞ্চ অঞ্চলের ১০ নম্বর মোল্লাখালি গ্রাম। রাস্তায় জড়ো হয়ে যান জনা চল্লিশ তৃণমূল কর্মী। সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলে হামলা।

লকডাউনের মধ্যে অ্যাম্বুল্যান্সে করে মদ পাচার, তল্লাশিতে উদ্ধার দামী দামী বিদেশি বোতল
ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়। এই ঘটনায় গুরুতর আহত হয় তিন মাদার তৃণমূল কর্মী। তাঁদের নিয়ে যাওয়া হয় বাসন্তী গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। তবে  প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে লকডাউন চলাকালীন কীভাবে বাসন্তী বারবার উত্তপ্ত হয়ে উঠছে।
উল্লেখ্য, লকডাউনের মধ্যেই ক্যানিংয়ে গোষ্ঠী সংঘর্ষে খুন হন এক তৃণমূল কর্মী। এর আগে বাসন্তীতে রেশনের চাল নেওয়াকে কেন্দ্র করে দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়।  বারবার কেন এই ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

.