তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে শালিমার কোল ডিপোতে ধুন্ধুমার

তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে শালিমার কোল ডিপোতে ধুন্ধুমার। ফিরল ২ বছর আগের আতঙ্ক। পরিবহণ সংস্থার অফিসে বাঁশ নিয়ে হামলা। ভাঙা হল সিসিটিভি। শিবপুর থানায় অভিযোগ দায়ের। এলাকায় পুলিস পিকেট। রবিবার সকালে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে শালিমার কোল ডিপো এলাকা। দুষ্কৃতীদের মারে জখম হন এক ট্রাকচালক। কেন পরিবহণ ব্যবসায়ী প্রদীপ তিওয়াড়ির অফিসে হামলা চালাল দুষ্কৃতীরা? অশান্তির নেপথ্যে উঠে আসছে ২ বছর আগের খুনের ঘটনা। ২০১৫-র এপ্রিলে আগুন জ্বলেছিল শালিমারে। প্রদীপ তিওয়াড়ির ৩ ভাই, অনুপ তিওয়াড়ি, অজয় তিওয়াড়ি আর পরিতোষ তিওয়াড়ি, তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ। অজয়ের নাম চার্জশিট থেকে বাদ পড়েছে আগেই। অনুপ আর পরিতোষ জামিনে মুক্ত। অভিযোগ, তাঁদের ওপর প্রতিশোধ নিতেই রোববারের হামলা।

Updated By: Apr 16, 2017, 08:23 PM IST
তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে শালিমার কোল ডিপোতে ধুন্ধুমার

ওয়েব ডেস্ক: তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে শালিমার কোল ডিপোতে ধুন্ধুমার। ফিরল ২ বছর আগের আতঙ্ক। পরিবহণ সংস্থার অফিসে বাঁশ নিয়ে হামলা। ভাঙা হল সিসিটিভি। শিবপুর থানায় অভিযোগ দায়ের। এলাকায় পুলিস পিকেট। রবিবার সকালে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে শালিমার কোল ডিপো এলাকা। দুষ্কৃতীদের মারে জখম হন এক ট্রাকচালক। কেন পরিবহণ ব্যবসায়ী প্রদীপ তিওয়াড়ির অফিসে হামলা চালাল দুষ্কৃতীরা? অশান্তির নেপথ্যে উঠে আসছে ২ বছর আগের খুনের ঘটনা। ২০১৫-র এপ্রিলে আগুন জ্বলেছিল শালিমারে। প্রদীপ তিওয়াড়ির ৩ ভাই, অনুপ তিওয়াড়ি, অজয় তিওয়াড়ি আর পরিতোষ তিওয়াড়ি, তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ। অজয়ের নাম চার্জশিট থেকে বাদ পড়েছে আগেই। অনুপ আর পরিতোষ জামিনে মুক্ত। অভিযোগ, তাঁদের ওপর প্রতিশোধ নিতেই রোববারের হামলা।

আরও পড়ুন এগরা মহকুমা হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন মানুষজন!

হামলাকারীদের মধ্যে একজন অমিত সিং। অন্যজন দামোদর সিং। প্রদীপ তিওয়াড়ি অভিযোগ করলেও, ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিনয় সিং এব্যাপারে একটা কথাও ক্যামেরার সামনে বসতে চাননি। উল্টে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। শালিমার কোল ডিপো এলাকায় বসেছে পুলিস পিকেট।

আরও পড়ুন  স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পরিবর্তে অন্য সংস্থাকে কাজের বরাত দেওয়ার অভিযোগ সিঙ্গুরের মির্জাপুরে

.