গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূল -বিজেপি সংঘর্ষ মঙ্গলকোটে, চলল গুলি
গুরুতর জখম ৫ জন। তৃণমূলের অভিযোগ, কর্মীসমর্থকদের দলে টানতেই হামলা বিজেপির। দাবি উড়িয়ে, বিজেপি আঙুল তুলছে শাসক দলের গোষ্ঠীকোন্দলের দিকে।
নিজস্ব প্রতিবেদন: গ্রাম দখলকে নিয়ে তৃণমূল -বিজেপির সংঘর্ষে ধুন্ধুমার। এবার ঘটনাস্থল মঙ্গলকোটের বকুলিয়া। ঘটনায় চলল গুলি। গুরুতর জখম ৫ জন। তৃণমূলের অভিযোগ, কর্মীসমর্থকদের দলে টানতেই হামলা বিজেপির। দাবি উড়িয়ে, বিজেপি আঙুল তুলছে শাসক দলের গোষ্ঠীকোন্দলের দিকে।
আরও পড়ুন: টলিউড অভিনেত্রীকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিস
গ্রাম দখল ঘিরে এমনই রণক্ষেত্র চেহারা নিল মঙ্গলকোটের বকুলিয়া।এলোপাথাড়ি গুলি-বোমায় জখম হলেন বেশকয়েকজন। বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বকুলিয়া। লোকসভা ভোটের পর থেকে দাপট বেড়েছে গেরুয়া শিবিরের। শুরু হয়েছে গ্রাম দখলের জন্য ধমক-চমক।
গত এক সপ্তাহ ধরেই বার বার গ্রামে ঝামেলায় জড়িয়েছে দুদল। সোমবার তা চরম আকার নিল। অভিযোগ, সকাল থেকেই গ্রামে ঢোকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বেলা বাড়তেই সংঘর্ষ আরও তীব্র হয়। তৃণমূলের অভিযোগ, তাঁদের সমর্থকদের বাড়ি বাড়ি ঢুকে শুরু হয় এলোপাথাড়ি গুলি।
আরও পড়ুন: বেড মিলল না, অপেক্ষা করতে করতে একই দিনে হাসপাতাল চত্বরেই মৃত্যু দুই রোগীর
গুলিতে গুরুতর ঘায়েল হন দুই মহিলা সহ মোট পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তৃণমূলের অভিযোগ, গ্রাম দখল করতেই হামলা গেরুয়া বাহিনীর। পাল্টা একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে মোতায়েন হয়েছে পুলিস। গুরুতর জখম এক মহিলাকে কলকাতা পাঠানো হয় চিকিত্সার জন্য।