তৃণমূল নেতারা এতদিন কাটমানি নিয়েছে, এখন ভ্যাকসিন নিয়ে নিচ্ছে: Dilip Ghosh

রবিবার চৌরঙ্গির চা চক্র থেকে ভ্যাকসিন ইস্যুতে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের। 

Updated By: Jan 17, 2021, 09:35 AM IST
তৃণমূল নেতারা এতদিন কাটমানি নিয়েছে, এখন ভ্যাকসিন নিয়ে নিচ্ছে: Dilip Ghosh

নিজস্ব প্রতিবেদন: টিকাকরণের  প্রথম দিনের মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল কেন্দ্র। এবার পাল্টা আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। 'লাইনে দাড়িয়ে পঞ্চায়েত প্রধান, MLA-রা ভ্যাকসিন নিলে স্বাস্থ্যকর্মীরা কীভাবে পাবেন'। রবিবার চৌরঙ্গির চা চক্র থেকে ভ্যাকসিন ইস্যুতে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের।

এদিন কী বললেন তিনি, রইল

* তৃণমূল নেতারা এতদিন কাটমানি নিত, টাকা নিত, এখন ভ্যাকসিন নিয়ে নিচ্ছে। দিদি কেন্দ্রীয় মন্ত্রীদের বহিরাগত বলছে, বাড়িতে বউ এনেছে পঞ্জাব থেকে:  Dilip Ghosh
* আমিও অফার দিচ্ছি ভারতীয় জনতা পার্টিতে যোগদানের। 
* সারা দেশে পরিবর্তন হয়েছে। এখানেও পরিবর্তন হবে।
* কেউ মুসলিমদের জন্য কিছু করেনি। ওদের ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে এতদিন।
* ওই পার্টিতে কেউ থাকতে চায়। সবাই বিজেপিতে আসতে চায়। 
* এ বছর শান্তিপূর্ণ ভোট হবে। কারও হিম্মত নেই ভোটারদের ওপর হাত তোলে। দিদিকে বাড়ি পাঠাব। 
* বাংলায় চাকরি নেই, আইন নেই, প্রয়োজনীয় চিকিৎসক নেই।খুন, ধর্ষণ, কাটমানিতে এগিয়ে বাংলা।
* সোনার বাংলা একমাত্র বিজেপি দিতে পারে। আর কেউ পারবে না। পরিবর্তনের জন্য লড়াই করছি। আমাদের শয়ে শয়ে কর্মী খুন হয়েছে।
* এখানে TMC-র বিরুদ্ধে কথা বললে পুলিস কেস দেয়। 
* যার দিকে ধর্ম আছে সে জিতবে। 
* লোকে বলছে, দিদির ভয়ে ঠান্ডাও আসছে না।
* দিদির অবস্থা খারাপ দিদির ভাইরা বিজেপিতে চল আসছে।
* দিদি ফোন করে সবাই কে জিগেস করছে, তুমি আছো তো, নাকি বিজেপি তে চলে গেছ।
* দিদি ভোট হতেই দিচ্ছে না কর্পোরেশন গুলোতে।

 

.