Malbazar: গভীর রাতে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মেরে এক গ্রামবাসীকে হত্যা করল বুনো হাতি...

Malbazar: হাতির হামলায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। মাল ব্লকের সাইলি চা-বাগান অঞ্চলে এই ঘটনা ঘটে। হাতির হামলায় মৃত সবিন টোপ্পোর পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দেয় বন দফতর। পাশাপাশি বন দফতর জানাচ্ছে, হাতির হামলা রুখতে তাঁদের প্রচেষ্টায় কোনও খামতি নেই। ঘটনার পরে এলাকায় নজরদারি চলছে।

Updated By: Aug 27, 2023, 04:59 PM IST
Malbazar: গভীর রাতে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মেরে এক গ্রামবাসীকে হত্যা করল বুনো হাতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতির হামলায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। মাল ব্লকের সাইলি চা-বাগান অঞ্চলে এই ঘটনা ঘটে। হাতির হামলায় মৃত সবিন টোপ্পোর পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দেয় বন দফতর। পাশাপাশি বন দফতর জানাচ্ছে, হাতির হামলা রুখতে তাঁদের প্রচেষ্টায় কোনও খামতি নেই। ঘটনার পরেও এলাকায় নজরদারি চলছে।

আরও পড়ুন: Kharagpur: রোগীকে দড়ি দিয়ে বাঁধা হল খাটিয়ার সঙ্গে, তারপর তা কাঁধে নিয়ে চলল লোকজন...

জোড়া হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবস্তির দুটি স্কুলও। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। সব মিলিয়ে হাতির আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে ব্লকের বিস্তীর্ণ তল্লাটের। বন দফতর অবশ্য জানাচ্ছে, হাতির হামলা রুখতে তাঁদের প্রচেষ্টায় কোনও খামতি নেই।

খাসবস্তিতে সীতারাম শিশু শিক্ষকেন্দ্র নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই স্কুলের শ্রেণিকক্ষের বারান্দার লোহার গ্রিল শুঁড় দিয়ে উপড়ে ফেলে হাতি দুটি। ফাটল ধরে এই শিক্ষাকেন্দ্রের দেওয়ালেও। ওই শিক্ষাকেন্দ্র থেকে সামান্য দূরেই খাসবস্তি নেপালি প্রাথমিক স্কুল। এই স্কুলেরও দুটি শ্রেণিকক্ষের পিছনের দেওয়ালের জানালা উপড়ে ফেলে হাতিরা। ভাঙে একাধিক আসবাব। মিড ডে মিলের এক বস্তা চালও সাবাড় করে হাতিরা।

আরও পড়ুন: Bardhaman: ফুটওভার ব্রিজ থেকে শিশুকে ফেলে দেওয়া হল চলন্ত মালগাড়িতে?

গতকাল, শনিবার রাতে একটি বুনো হাতি ঢুকে পড়ে এলাকায়। স্ত্রী ও ছেলেমেয়েকে নিরাপদে সরাতে গিয়ে হাতির সামনে পড়ে যান সবিন। হাতি সবিনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। মৃত্যু হয় তাঁর। সবিনের বাড়ি গিয়ে তাঁর পরিবারের হাতে ক্ষতিপূরণের ১০ হাজার টাকা তুলে দেন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ ওয়ার্ডেন কিশলয় বিকাশ দে। স্কোয়াড সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট মেলার পরে বাকি অর্থ দেওয়া হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.