নাগরিকপঞ্জী নিয়ে কোনও বড় ঘোষণা! আজ অমিত শাহের সভায় নজর গোটা বাংলার

অমিতের সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন বিধান নগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত

Updated By: Oct 1, 2019, 10:36 AM IST
নাগরিকপঞ্জী নিয়ে কোনও বড় ঘোষণা! আজ অমিত শাহের সভায় নজর গোটা বাংলার

নিজস্ব প্রতিবেদন: নাগরিকপঞ্জী নিয়ে অসমে ঝড়ের পর এবার কি পশ্চিমবঙ্গেও তোলপাড় করতে চলেছে এনআরসি। রাজ্যের বিজেপি নেতাদের সুর এনিয়ে বেশ কড়া। এর মধ্যেই মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এনআরসি নিয়ে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন-দেবীপক্ষেই দলবদল, তৃণমূল ছেড়ে আজই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত

লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর এবার একুশের বিধানসভা নির্বাচনেও ঝড় তুলতে চায় বিজেপি। তারই সলতে পাকাতে আজ কলকাতায় আসছেন অমিত শাহ। এমনটাই জল্পনা রাজ্য রাজনৈতিক মহলে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে নাগরিকপঞ্জীর পাশাপাশি নাগরিকত্ব সংশোধন বিল নিয়েও কথা বলবেন অমিত শাহ। অর্থাত্ অসমের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জী তৈরি হবে কিনা তার একটা ইঙ্গিত মিলতে পারে অমিতের সভায়। এই সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন বিধান নগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তাঁর সঙ্গে তৃণমূলের কয়েকজন কাউন্সিলরও বিজেপিতে যোগদান রতে পারেন বলে জল্পনা রয়েছে। ফলে সভার ঘিরে বিজেপির আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন-অবশেষে ওপার বাংলা থেকে কলকাতায় এল ৩০ টন পদ্মার ইলিশ

নেতাজি ইন্ডোরের পাশাপাশি বিধাননগরে একটি পুজোর উদ্বোধন করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এদিন ২টি বৈঠকও করবেন অমিত শাহ। সেখানেই হয়তো আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ব্যাপারেও কথা হবে।

.