লকডাউনে বিহার থেকে সাইকেল চালিয়ে রাজ্যে, দল গড়ে উত্তরপাড়ায় ব্যাঙ্কে ডাকাতি!

পেট্রোল পাম্প ডাকাতির ঘটনায় ২০১৪ সালে ওড়িশায় ধরা পড়ে, জেল হয় তার।

Updated By: Jun 6, 2020, 03:24 PM IST
লকডাউনে বিহার থেকে সাইকেল চালিয়ে রাজ্যে, দল গড়ে উত্তরপাড়ায় ব্যাঙ্কে ডাকাতি!

নিজস্ব প্রতিবেদন:  লকডাউনে বিহার থেকে সাইকেল চালিয়ে রাজ্যে, এরপর দল গড়ে ডাকাতি। ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরপাড়ার ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল পুলিস।
লকডাউনে এমনিতেই কর্মী কম ব্যাঙ্কে। আর সেটাকেই সুযোগ লাগিয়েছিল ডাকাতরা। শুক্রবার ভরদুপুরে উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউয়ের একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কে ডাকাতি হয়। বাইকে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের বেঁধে রেখে ১৭ লক্ষ ২৮ হাজার ৩২৫ টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করে চন্দননগর থানার পুলিস।
দুষ্কৃতীরা বাইকে পালানোর সময়ে কয়েকটা টাকার বান্ডিল রাস্তায় পরে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে পুলিস জানতে পারে প্রীতম ঘোষ ওরফে বাবাই মূল অভিযুক্ত। পেট্রোল পাম্প ডাকাতির ঘটনায় ২০১৪ সালে ওড়িশায় ধরা পড়ে, জেল হয় তার।

আরও পড়ুন: সোমবার থেকে খুলছে কলকাতা সাউথ সিটি মল, সঙ্গে রাখা যাবে না ব্যাগ!
পুলিশ সূত্রে খবর, লকডাউনের সময় বিহার থেকে সাইকেলে হুগলিতে আসে প্রীতম। এরপর সঙ্গী-সাথী জুটিয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সে ডাকাতি করে বলে অভিযোগ।  প্রীতমের কাছ থেকে ১০ লাখ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার হয়।

 

.