গণধর্ষণ নয়, ধর্ষিতা হয়েছিলেন সন্ন্যাসিনী: রানাঘাটকাণ্ডে রায় আদালতের

Updated By: Nov 7, 2017, 03:08 PM IST
গণধর্ষণ নয়, ধর্ষিতা হয়েছিলেন সন্ন্যাসিনী: রানাঘাটকাণ্ডে রায় আদালতের

নিজস্ব প্রতিনিধি:  গণধর্ষণ নয়, ধর্ষণ করা হয়েছিল রানাঘাটের সন্ন্যাসিনীকে। মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত ৬ জনকে দোষী সাব্যস্ত করল নগর দায়রা আদালত। তার মধ্যে ধর্ষণে দোষী সাব্যস্ত করা হয়েছে শুধুমাত্র নজরুল ইসলামকে। ডাকাতি ও অভিসন্ধিমূলকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৪ জনকে। গোপাল সর্দার নামে এক অভিযুক্তকে কেবল অভিসন্ধিতে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধর্ষণে দোষী নজরুল অভিসন্ধিমূলকেও দোষী সাব্যস্ত হয়েছে। প্রায় আড়াই বছর পর এই মামলার রায় ঘোষণা হল। আগামিকাল, বুধবার রায় ঘোষণা।

আরও পড়ুন: রাহুল না মুকুল, কে সেকেন্ড ইন কম্যান্ড? জোর চর্চা রাজ্য বিজেপিতে

আদালতের রায় এক নজরে..

দোষী সাব্যস্ত ৬ জন

ধর্ষণ ও অভিসন্ধিমূলকে দোষী সাব্যস্ত ১ জন (নজরুল ইসলাম)

অভিসন্ধিমূলকে দোষী সাব্যস্ত ১ জন (গোপাল সর্দার)

ডাকাতি ও অভিসন্ধিমূলকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৪ জনকে

২০১৫-র ১৩ মার্চ রানাঘাটের গাংনাপুর ডনবস্কো পাড়ায় কনভেন্ট স্কুলে এই ঘটনা ঘটে। স্কুলের পাঁচিল টপকে ঢুকে যায় ৭ দুষ্কৃতি। এখনও ঘটনায় মূল অভিযুক্ত অধরা। ঘটনার তিন মাস পর ওই বছরের ২০ জুন রানাঘাট মহকুমা আদালতে ৫ জনের নামে ৯৯৫ পাতার চার্জশিট পেশ করে সিআইডি। সেপ্টেম্বরে আরও ১৪৫ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়। পরে এই মামলা কলকাতার নগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়।

আরও পড়ুন: যুবকের আত্মহত্যা ঘিরে রণক্ষেত্র নিউটাউন, আক্রান্ত পুলিস

.