Shah ঘুরে যাওয়ার পর মুখ্যমন্ত্রীকে সৌজন্য সাক্ষাতের চিঠি Visva Bharati-র উপাচার্যের
২৯ ডিসেম্বর বোলপুরে রোড-শো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘুরে যাওয়ার পর, এবার সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিলেন বিশ্বভারতীর (Visva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে মুখ্যমন্ত্রীর দফতর থেকে সেই চিঠির এখনও কোনও জবাব আসেনি। উপাচার্য জানিয়েছেন, বিশ্বভারতীর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কিনা, তা জানানো হয়নি। কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রীর কাছে কেন এই সৌজন্য সাক্ষাতের আবেদন? ঘটনাটি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: মিনিকিট খেয়ে গিয়ে খোঁজ রাখেনি : বাসুদেব বাউল, ওর মেয়ের D.Ed-টা করিয়ে দিতে বলেছি : Anubrata
উল্লেখ্য, রবিবার অনুব্রতের গড় বোলপুরে রোড-শো করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বোলপুরে পৌঁছনোর পর প্রথমে বিশ্বভারতীতে (Visva Bharati) যান তিনি। ঘুরে দেখেন রবিতীর্থ। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-ও করেন শাহ (Amit Shah)। এরপর শাহের মেগা রোড-কে কেন্দ্র করে জনতার ঢল নামে শহরের রাস্তায়। সেই রোড-শো থেকে উন্নয়নের স্বার্থে রাজ্যে পরিবর্তনের ডাক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, 'নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একবার সুযোগ দিন। ৫ বছরের মধ্যে সোনার বাংলার গড়ে দেব।'
বসে নেই তৃণমূলও (TMC)। অমিত শাহের (Amit Shah) কর্মসূচির পাল্টা এবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) রোড শো। আগামী ২৯ ডিসেম্বর, মঙ্গলবার, বোলপুরে রোড-শো করবেন তৃণমূলনেত্রী। দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, 'বাইরে থেকে কোনও লোক আনব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোড-শো-তে আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে।' সেসময়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন বিশ্বভারতীর (Visva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মঙ্গলবার তিনি নিজেই একথা জানিয়েছেন। উপাচার্য বলেন, 'রোড-শো-সহ আরও বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ২৮-২৯ তারিখে মুখ্যমন্ত্রী এখানে আসছেন। দেখা করার জন্য চিঠি পাঠিয়েছি। সময় চেয়েছি। হয়তো সৌজন্যমূলক সাক্ষাৎকার, কিন্তু আমি দেখা করতে চাই।'
আরও পড়ুন: Suvendu-র পাল্টা Sujata! বৃহস্পতিবার পূর্বস্থলীতে TMC-র সভা
উল্লেখ্য, সশরীরে আসতে না পারলেও বিশ্বভারতীর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার শান্তিনিকেতনে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতর(PMO) থেকে।