Visva Bharti: ফলক বিতর্কের মাঝেই ফলক নিয়ে নতুন নির্দেশ
সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার পরেই শুরু হয়েছে ফলক বিতর্ক। তার কারণ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের নাম ও পাশাপাশি আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি ফলক বসিয়েছেন বিশ্বভারতী এলাকায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বভারতীতে ফলক বিতর্কের মাঝেই, এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ঘোষণা হওয়ার পরে কী ফলক বসবে সেই নির্দেশিকা ইউনেস্কোর তরফ থেকে এসে পৌঁছালো বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে।
সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার পরেই শুরু হয়েছে ফলক বিতর্ক। তার কারণ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের নাম ও পাশাপাশি আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি ফলক বসিয়েছেন বিশ্বভারতী এলাকায়।
আরও পড়ুন: Raiganj: আঙুল কামড়ে ছিঁড়ল যুবক; পালটা পেটে কামড় আহতের, কামড়াকামড়িতে রক্তারক্তি কাণ্ড
এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মঞ্চ করে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করেছে নরেন্দ্র মোদী বা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নয় নাম থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের।
আর এই বিতর্কের মাঝেই এবার বিশ্বভারতীর কাছে এসে পৌছাল ইউনেস্কোর তরফ থেকে নির্দেশিকা। সেখানে তারা লিখে দিয়েছেন যে ফলকে কী লিখতে হবে। যদিও ইউনেস্কোর তরফ থেকে যে নির্দেশিকা এসেছে সেখানেও নেই কারোর নাম। নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামও।
আরও পড়ুন: LIVE: হাজিরা নাও দিতে পারেন! ইডিকে কড়া চিঠি কেজরির
সেখানে শুধু মাত্র লেখা আছে, যে ফলকে লিখতে হবে, ’বৈস্বিক সংস্কৃতি এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষনার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্য সারণিতে অন্তর্ভুক্ত হয়েছে। এই সারণিতে অন্তভুক্তি শান্তিনিকেতনের বিশ্বজনীন সংস্কৃতিক ও প্রকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে, এবং বিশ্বমানবের স্বার্থে এটির সুরক্ষা অবশ্যক’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)