বিনা হেলমেটেই 'বেনজির' বাইক মিছিল মালদহতে

নিজস্ব প্রতিবেদন: ভোটের দামামা বেজে গিয়েছে। শুরু হয়েছে ভোট যুদ্ধ। ডান-বাম থেকে গেরুয়া শিবির নির্বাচনী প্রচারে ব্যস্ত সব দলই। বেশ কিছুদিন ধরেই প্রচারে বেরিয়ে শিরনামে উঠে এসেছেন উত্তর মালদহের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। আজ সোমবার তাঁরই সমর্থনে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি বাইক মিছিল বেরোয় মালদহর রাস্তায়।

আরও পড়ুন: শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারের দাবি, জগদ্দলে রেল অবরোধ অর্জুন অনুগামীদের

বিরোধী দলের অভিযোগ এদিন কার্যত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই বিনা হেলমেটে কয়েকশ বাইক আরোহী দাপিয়ে বেড়ায় এলাকায়। দু-একজনের মাথায় হেলমেট থাকলেও বেশিরভাগেরই হেলমেট ছিল না। পাশাপাশি মিছিলে মৌসম বেনজির নুর না থাকলেও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সকলেই ছিলেন।  দলীয় পতাকা হতে পথে নামে প্রায় শতাধিক বাইক। অভিযোগ এমন কোনও মিছিলের অনুমতি নেওয়া হয়নি। তবুও তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল বিনা অনুমতিতেই এলাকায় বেরিয়েছিল বলে দাবি। ঘটনাটি ঘটেছে রতুয়া থানা এলাকায়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে  নির্বাচন দফতরে অভিযোগ জানানো হয়েছে। জানা গিয়েছে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন দফতর। 

English Title: 
vote campaigning at maldah bike rally
News Source: 
Home Title: 

বিনা হেলমেটেই 'বেনজির' বাইক মিছিল মালদহতে 

বিনা হেলমেটেই 'বেনজির' বাইক মিছিল মালদহতে
Yes
Is Blog?: 
No
Section: