Malbazar: নদীতে ডুবল ট্রাক্টর, জল বইছে জাতীয় সড়ক দিয়ে...

Heavy Rain in Malbazar: জল হু হু করে বেড়ে যায় লীস, ঘীস, চেল-সহ বিভিন্ন নদীর। গতকাল শনিবার রাত থেকে প্রচুর পরিমাণে জল বেড়েছে এইসব নদীতে। ঘীস নদীর জল সব থেকে বেশি বেড়েছে। জলের ঢেউয়ে উথালপাতাল নদী।

সৌমিত্র সেন | Updated By: Aug 13, 2023, 06:43 PM IST
Malbazar: নদীতে ডুবল ট্রাক্টর, জল বইছে জাতীয় সড়ক দিয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোথাও জাতীয় সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী, কোথাও ট্রাক্টর ডুবে যাচ্ছে নদীত! বিপুল বর্ষয়া নানা ঘটনা মালবাজারে। রাত থেকে পাহাড় এবং সমতলে প্রচণ্ড বৃষ্টি। যার ফলে ফুলেফেঁপে উঠেছে ডুয়ার্সের নদীগুলি। বিশেষ করে পাহাড়ে বেশি বৃষ্টি হলেই জল হু হু করে বেড়ে যায় লীস, ঘীস, চেল-সহ বিভিন্ন নদীর। গতকাল শনিবার রাত থেকে প্রচুর পরিমাণে জল বেড়েছে এইসব নদীতে। ঘীস নদীর জল সব থেকে বেশি বেড়েছে। জলে উথালপাতাল নদী। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Duare Sharee: এবার পুজোয় সস্তায় দুয়ারে শাড়ি, ঘোষণা রাজ্যের মন্ত্রীর

রোমতি নদীর জল জাতীয় সড়ক দিয়ে ফের প্রবাহিত হয়েছে শনিবার রাত থেকেই। এই মরসুমে এর আগেও এরকম হয়েছে। এর ফলে ক্ষতি হচ্ছে জাতীয় সড়কের। সমস্যা হচ্ছে গাড়ি চালকদের। রাস্তার উপর দিয়ে রোমতি নদীর জল প্রবাহিত হওয়ায় ধীরগতিতে গাড়ি চলাচল করছে জাতীয় সড়কের উপর দিয়ে। যানজট বাড়ছে।

এদিকে চেল নদী পারাপার করতে গিয়ে একটি ট্রাক্টর চেল নদীতেই ডুবে গেল। কোনও মতে প্রাণে বাঁচলেন ট্রাক্টরের চালক এবং খালাসি। জানা গিয়েছে, চালক খালি ট্রাক্টরটি নিয়ে চেল নদী পেরিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে নদীতে জল বেশি থাকায় জলে ডুবে যায় ট্রাক্টরটি। এরপর নদীতেই উলটে যায় সেটি। পরে ক্রেনের সাহায্যে বহু চেষ্টায় ট্রাক্টরকেটি জল থেকে ডাঙায় তোলা হয়। 

আরও পড়ুন: Purulia: অযোধ্যা পাহাড়ের রাস্তা এই বর্ষায় কি বন্ধ হয়ে গেল? বাঘমুন্ডির পথে ধসল পাহাড়...

কেন এই বৃষ্টি ও প্লাবনের মধ্যে ট্রাক্টর নদীতে নেমেছে?  প্রশ্ন উঠছে বারবার। যখন-তখন বড় বিপদ ঘটে যেতে পারত। এ ব্যাপারে প্রশাসনেকও একটু নজর দেওয়া দরকার বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.