WB assembly election 2021: ভোটের আবহে বিজেপি কর্মী অপহরণ; অভিযোগের তির তৃণমূলের দিকে

Updated By: Apr 20, 2021, 11:19 PM IST
WB assembly election 2021: ভোটের আবহে বিজেপি কর্মী অপহরণ; অভিযোগের তির তৃণমূলের দিকে

নিজস্ব প্রতিবেদন: পেট্রোল পাম্প থেকে একটা জলজ্যান্ত লোক উধাও! ব্যস! তার আর কোনও খোঁজ নেই। অন্তত তেমনই অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একেবারে ফিল্মি কায়দায় বীরভূমের সিউড়ি (Siuri) থানার অন্তর্গত পুরন্দরপুরের বনশঙ্কা গ্রামের এক বিজেপি কর্মীকে অপহরণ করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা সিউড়ি থানার সামনে ঘণ্টাদুয়েক ধরনাও দেন।

আরও পড়ুন: WB Assembly Election 2021: মনিরুলকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিলাম, লাভপুরের বিদায়ী বিধায়ককে নিশানা হুমায়ুনের

বিজেপি (bjp) কর্মীদের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুরন্দরপুরে ঢাকা পেট্রোল পাম্পের কাছ থেকে ঘনশ্যাম মাহারা নামে এক বিজেপি কর্মীকে অপহরণ করে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। তারপর থেকে ওই বিজেপি কর্মীর কোনও খোঁজ নেই। অন্য দিকে, এই ঘটনার সময়েই আরও এক বিজেপি কর্মী শিবনাথ মাহারাকে মারধর করার  অভিযোগও ওঠে। ওই বিজেপি কর্মী সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জোড়া ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপির তরফ থেকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি তোলা হয়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও তৃণমূলের (tmc) তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: এবার চা-বাগানগুলিতেও চলছে টিকাকরণের কাজ

.