WB Assembly Election 2021: ভোটের মুখে কেতুগ্রামে TMC নেতার বাড়ির কাছে বিস্ফোরণ, আহত ২

একজনের অবস্থা আশঙ্কাজনক।

Updated By: Apr 20, 2021, 11:53 PM IST
WB Assembly Election 2021:  ভোটের মুখে কেতুগ্রামে TMC নেতার বাড়ির কাছে বিস্ফোরণ, আহত ২

নিজস্ব প্রতিবেদন: বীরভূমের মল্লারপুরের পর এবার বর্ধমানের কেতুগ্রাম। ভোটের মুখে ফের বিস্ফোরণ, এবার তৃণমূলের নেতার বাড়ির কাছে। বিস্ফোরণ গুরুতর জখম ২ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়।

কেতুগ্রামে বেরুগ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। এদিন চিনিশপুরে তাঁর বাড়ির সামনেই আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের গুরুতর জখম হন রাজু সেখ ও রাজা সেখ নামে দু'জন। তাঁদের বাড়িতে মোড়গ্রামে। আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করেছে পুলিস। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: WB assembly election 2021: ভোটের আবহে বিজেপি কর্মী অপহরণ; অভিযোগের তির তৃণমূলের দিকে

কীভাবে বিস্ফোরণ ঘটল? বৃহস্পতিবার, ষষ্ঠ দফায় ভোট কেতুগ্রামে। সিপিএমের অভিযোগ, তৃণমূলের নেতার বাড়ির কাছে বোমা বাঁধা কাজ করছিল দুষ্কৃতীরা। তখনই বিস্ফোরণ ঘটে। তদন্ত নেমেছে পুলিস। এর আগে সোমবার রাতে বীরভূমের মল্লারপুরে একটি বিজেপি নেতার বাড়িতেও বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুন: ২২ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বেলুড় মঠ

.